হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৫জুন) সকালে, উপজেলা প্রানি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রানি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত প্রদর্শনী লাল ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডলের পরিচালনায় এবং মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহনের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, এ প্রর্দনীর মাধ্যমে আমাদের শিক্ষিত বেকার যুবরা গরু মোটাতাজা করণসহ সৌখিন পশুপাখি পালনে উদ্যোগী হবে।

সঠিক পদ্ধতিতে খামার করলে সকলেই লাভবান হতে পারবে, প্রাণি সম্পদ আমাদের দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধশালী করবে। প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করে চুনখোলা গ্রামের মোঃ ওবায়দুল্লাহ, দ্বিতীয় স্থান অর্জন করে কাকড়ী গ্রামের ইলিয়াস মোল্লা এবং তৃতীয় স্থান অর্জন করে কামারগ্রামের মোঃ ইমদাদ শেখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন