হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের, মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে বুধবার (১০ মার্চ) সকাল ১১টায় ১৭ মার্চ জাতির পিতার ১০১ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ৫০ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মোল্লাহাট উপজেলা অফিসার্স ক্লাবে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার মাফ্্ফারা তাসনীন এর সভাপতিত্বে আসন্ন ১৭ মার্চ জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ ৫০ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্্যাপনের বিভিন্ন কর্মসূচি গৃহিত হয়।

এ প্রস্তুতিমূলেক সভায় অলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী মোস্তাফিজুর রহমান বিশ্বাস, মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মদ পিকিং, মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (তদন্ত) জগন্নাথ চন্দ্র, সাবেক উপধ্যক্ষ প্রমথরঞ্জন কির্ত্তনীয়া, উপজেলা সমাজসেবা অফিসার ওসমান হামিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ কামরুন্নেসা, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন সহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিগণ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন