নিজস্ব প্রতিনিধি :
এ সময় তিনি ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বন্দর সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মত বিনিময় সভায় ভোমরা বন্দরে যাত্রী ও পণ্যসেবার মান উন্নয়ন, অটোমেশন সিস্টেম চালু, মাল্টি এজেন্সি সার্ভিস সেন্টার নির্মাণ, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণ, অধিগ্রহণকৃত ১০ শতক জমিতে ট্রাক টার্মিনাল নির্মাণ, বন্দর সংশ্লিষ্ট সেবায় নিয়োজিত শ্রমিক সহ অন্যান্যদের যথাযথ আইডি কার্ড ও পাষাকের ব্যবস্থা করন, ভোমরা স্থলবন্দরে কাস্টমস হাউজ প্রতিষ্ঠার অগ্রগতি, স্বস্থ্যসেবা প্রদান, ড্রেনেজ ব্যবস্থাপনা উন্নয়ন, ফায়ার সার্ভিসের সাব স্টেশন স্থাপন, বন্দরের সৌন্দর্য বর্ধন, রাস্তার আধুনিকায়ন, জমি অধিগ্রহন, বন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার সহ নানাবিদ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উক্ত মতবিনিময় সভায় ভোমরা স্থলবন্দর স্টেকহোল্ডারদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আজিজুর রহমান, উপ-পরিচালক, জেলা এনএসআই সাতক্ষীরা, মোঃ নেয়ামুল হাসান, উপ-কমিশনার, ভোমরা কাস্টমস স্টেশন, মোঃ মামুন কবির তরফদার, উপ-পরিচালক, ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ, সুমনা আইরিন, সহকারী কমিশনার (ভূমি), সাতক্ষীরা সদর, কাজী শাহনাজ, উপ-পরিচালক, ভোমরা উদ্ভিদ সংনিরোধ কেন্দ্র সহ ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংক, বিজিবি, ইমিগ্রেশন, এপিবিএন, ভোমরা সিএন্ডএফ এর প্রতিনিধি প্রমুখ।
পরবর্তীতে তিনি বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো পয়েন্ট, বিজিবি, ইমিগ্রেশন পুলিশ, কাস্টমস এর কার্যক্রম পরিদর্শন করেন এবং স্বল্প সময়ের মধ্যে বন্দরের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখা হবে অভিপ্রায় ব্যক্ত করেন।