সংকল্প ডেস্ক:
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে স্থানীয় অন্যান্য মানবাধিকার সংগঠনের সাথে যৌথভাবে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা শাখা বিভিন্ন কর্মসূচি পালন করে। বাস্তবায়িত কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন, র্যালি ও আলোচনাসভা। সাতক্ষীরা পুরাতন হাসপাতালের সামনের থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ম্যানগ্রোভ সভা কক্ষের সামনে যেয়ে শেষ হয় এবং পরে ম্যানগ্রো সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় এমএসএফ এর এড. আবুল কালাম আজাদের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলাল, শিক্ষাবিদ্ আব্দুল হামিদ,সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহেদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আন্জুমানারা বেগম,বাংলাদেশ মহিলা পরিষদ,সাতক্ষীরা জেলা মহিলা শাখার সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, উত্তরণের এড. মুনিরউদ্দীন, স্বদেশ সংস্তার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত, রুইস রানা গাইন, নারী নেত্রী ফরিদা আকতার বিউটি, মহুয়া মঞ্জুরী,আ: সামাদ, আইনী সহায়তা কেন্দ্রর মফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় ম্যানগ্রোভ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের বয়স ৫২ বছর পরও আমরা দেশের সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করতে পারিনি। সম্ভব হয়নি সবার জন্য মানবাধিকার নিশ্চিত করা। আমরা আশা করবো অচিরেই আমরা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি একটি সহনীয় পর্যায়ে নিয়ে যেতে পারবো। এ লক্ষে সকলকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। কেউ মানবাধিকার হতে বি ত হবে না। আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে কোনো বৈষম্য থাকবে না। আন্তর্জাতিক মানবাধিকার দিবসের সমগ্র অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উল্লেখযোগ্য সংখ্যক নারী সদস্য অংশ নেন।