হোম জাতীয় বাংলাদেশে যেমন নির্বাচন চায় জাতিসংঘ

জাতীয় ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পরিষ্কারভাবে নিজেদের অবস্থান জানান দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

সোমবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিককে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়।

জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, বাংলাদেশের নির্বাচন ঘিরে জাতিসংঘের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। একই সঙ্গে এমন একটি পরিবেশ দেখতে চাই, যেখানে লোকজন ভয় ছাড়া যেকোনো পক্ষে কথা বলতে পারবে।

এ ছাড়া ম্যান্ডেট না পাওয়া পর্যন্ত জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষণ করবে না বলেও জানান তিনি।

এর আগে, বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিজেদের অবস্থান স্পষ্ট করে যুক্তরাষ্ট্র।

গত ২ অক্টোবর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। আমরা বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করি না। এ ছাড়া নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চাই না। বাংলাদেশের জনগণ সুষ্ঠু নির্বাচন চায়, আমরাও সেটাই চাই।

তথ্যানুযায়ী, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ভোটগ্রহণ হবে জানুয়ারির শুরুতে।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বরাবরই বলে আসছে, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে তারা বদ্ধপরিকর। তবে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কিছুতেই নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। এজন্য তারা বেশ কিছুদিন ধরে আন্দোলনও করে আসছেন। অন্যদিকে সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনেই নির্বাচন করতে অনড় আওয়ামী লীগ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন