জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ( রুটিন দায়িত্বের উপাচার্য) ড. কামালউদ্দীন বলেছেন, বঙ্গবন্ধুর নির্দেশে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশর লোকশিল্প জাদুঘর। তিনি ছিলেন সংস্কৃতিমনস্কা।
রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহদাৎ বার্ষিকীর স্মরণে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কেন্দ্ৰ শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিল্পকর্ম প্রদর্শনী এর পুরস্কার বিতরণী ও উদ্বোধনী অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িক, বৈষম্যহীন পথে এগোচ্ছিল। কিন্তু স্বাধীনতাবিরোধী অপশক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে এই অগ্রযাত্রাকে দমিয়ে দিতে চেয়েছিল। আজ তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ সামনে এগিয়ে চলছে। বঙ্গবন্ধুর আর্দশ চর্চা ও নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধর আর্দশকে ছড়িয়ে দিতে বঙ্গবন্ধু চিত্রায়ণ প্রতিযোগিতা অনুষ্ঠানটি গুরত্বপূর্ণ। বঙ্গবন্ধু স্মৃতি চারণে এমন অনুষ্ঠান অব্যাহত রাখ উচিত।
বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি তামজিদা ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল, বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সাংস্কৃতিক স্ট্যান্ডিং কমিটি আহ্বায়ক ড. নূর মোহাম্মদ, বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা ড. বজলুর রশিদ খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিচালক সৈয়দ মাহবুবা করিম প্রমুখ।