হোম আন্তর্জাতিক ফিলিস্তিনের পতাকাও ইসরাইলের কাছে হুমকি!

আন্তর্জাতিক ডেস্ক :

এবার ফিলিস্তিনিদের পতাকা ওড়ানো বন্ধে উঠে পড়ে লেগেছে ইসরাইল। ফিলিস্তিনিদের পতাকা ওড়ানোকে হুমকি হিসেবে দেখছে নাফতালি সরকার। এরইমধ্যে ফিলিস্তিনের পতাকা ওড়ানো বন্ধে আইন করেছে নেসেটের সদস্যরা। তবে ইসরাইলে বসবাসরত ফিলিস্তিনিরা বলছেন, ফিলিস্তিনের পতাকা ওড়ানোর অধিকার তাদের রয়েছে।

১৯৪৮ সালে ফিলিস্তিনের ভূমি দখল করে ইসরাইল সৃষ্টির পর থেকেই নিজ দেশে শরণার্থীর মতো বসবাস করছেন হাজারো ফিলিস্তিনি। ইসরাইলে ২০ শতাংশ ফিলিস্তিনি সংখ্যালঘু হিসেবে বাস করে আসছেন। শিক্ষা, স্বাস্থ্য, আবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে জাতিগত বৈষম্যের শিকার হচ্ছেন তারা।

সংখ্যালঘু ফিলিস্তিনিদের ওপর বিভিন্নভাবে দমন-পীড়ন চালিয়ে আসছে ইসরাইলি প্রশাসন। যদিও এরইমধ্যে ইতিহাস সৃষ্টি করে বর্তমান জোট সরকারে জায়গা করে নিয়েছে আরব ইসলামি একটি দল।

আরব দলের সদস্যরা ইসরাইল ও ফিলিস্তিনিদের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে বিভিন্ন দাবি তুলে ধরার চেষ্টা করলেও কট্টর ইসরাইলিরা তা প্রতিহত করছেন। সম্প্রতি নিজেদের অধিকার আদায়ে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন আয়োজনে ফিলিস্তিনের পতাকা ওড়াতে দেখা গেছে আরব বংশোদ্ভূত ফিলিস্তিনিদের।

তবে এর তীব্র সমালোচনা করেছে ইসরাইল। সম্প্রতি ইসরাইলের দুটি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর পর তীব্র নিন্দা জানিয়েছে ইসরাইলি সরকার।

ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহর শেষকৃত্যানুষ্ঠানে ইসরাইলি পতাকা ওড়ানোর বিষয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করে নাফতালি বেনেট প্রশাসন। তবে সেই নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই ফিলিস্তিনের পতাকা ওড়াতে দেখা যায়। এ ছাড়া তেল আবিবের বিভিন্ন স্থানে নিজেদের অস্তিত্বের জানান দিতে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে বেশ কয়েকটি ফিলিস্তিনি সংগঠন।

এ অবস্থায় ফিলিস্তিনিদের পতাকা ওড়ানোর বন্ধে উঠে পড়ে লেগেছে ইসরাইল। এটিকে এখন বড় হুমকি হিসেবে দেখছে তেল আবিব। সবশেষ বুধবার (১ জুন) ইসরাইলি পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনের পতাকা ওড়ানো বন্ধের আহ্বান জানিয়ে বিল উত্থাপনের প্রথম দিনেই তা পাস করেন পার্লামেন্ট সদস্যরা।

তবে আরব সম্প্রদায়ের মানুষ ইসরাইলের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলছেন, সংখ্যালঘু হিসেবে তাদের যে অধিকার তা কেড়ে নিচ্ছে ইসরাইল সরকার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন