হোম আন্তর্জাতিক ফিলিস্তিনিদের জন্য তহবিল অব্যাহত রাখার ঘোষণা নরওয়ে-আয়ারল্যান্ডের

ফিলিস্তিনিদের জন্য তহবিল অব্যাহত রাখার ঘোষণা নরওয়ে-আয়ারল্যান্ডের

কর্তৃক Editor
০ মন্তব্য 106 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। হামলায় জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) কয়েকজন কর্মকর্তা জড়িত থাকার অভিযোগের তদন্তের ঘোষণা দিয়েছে সংস্থাটি। নরওয়ে জাতিসংঘের এই তদন্তকে স্বাগত জানিয়েছে। একইসঙ্গে ফিলিস্তিনে তাদের সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নরওয়ের শরণার্থী কাউন্সিলের মহাসচিব জেন এজরল্যান্ড বলেন, ইউএনআরডব্লিউএর দাতাদের সহায়তা বন্ধ করা উচিত নয়। এর আগে ফিলিস্তিন কর্তৃপক্ষে থাকা নরওয়ের প্রতিনিধি জানান, তার দেশ ইউএনআরডব্লিউএতে সহায়তা অব্যাহত রাখবে। অন্য যে কোনো সময়ের চেয়ে এখন ফিলিস্তিনের আন্তর্জাতিক সহায়তা বেশি প্রয়োজন।

ইসরাইলে হামলায় ইউএনআরডব্লিউএর কয়েকজন স্টাফ জড়িত ছিলেন বলে অভিযোগ করে ইসরাইল। এর জেরে শনিবার (২৭ জানয়ারি) যুক্তরাষ্ট্র, কানাডা, ফিনল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি ও স্কটল্যান্ড ইউএনআরডব্লিউএর তহবিলে আর্থিক সহায়তা সাময়িক সময়ের জন্য বন্ধের ঘোষণা দেয়।

এ বিষয়ে ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজ্জারিনি জানান, তাদের এ সিদ্ধান্ত গাজা উপত্যকাসহ পুরো অঞ্চলে মানবিক কর্মকাণ্ডকে হুমকির মুখে ফেলবে।

বিষয়টি পুনর্বিবেচনার জন্য ওই দেশগুলোর প্রতি তিনি আহ্বান জানান। এ অবস্থায় সহায়তা পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও।

নরওয়ে বলেছে, ‘ব্যক্তিরা কী করেছে এবং ইউএনআরডব্লিউএ কীসের জন্য দাঁড়িয়েছে তার মধ্যে আমাদের পার্থক্য করতে হবে।
অন্যদিকে আয়ারল্যান্ডও জাতিসংঘের সংস্থার প্রতি সমর্থন জানিয়েছে।

আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন এক্সে দেয়া এক পোস্টে বলেন, ৭ অক্টোবরের জঘন্য হামলায় জড়িত থাকার সন্দেহে ইউএনআরডব্লিউএ কর্মীদের দ্রুত বরখাস্ত করার সিদ্ধান্ত এবং এ বিষয়ে তাদের তদন্তে আমাদের পূর্ণ আস্থা।

তিনি বলেন, ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা গত চার মাসে ২ দশমিক ৩ মিলিয়ন সহায়তা দিয়েছে। গাজায় ইউএনআরডব্লিউএর কার্যক্রম চালু রাখতে তহবিল স্থগিত করার কোন পরিকল্পনা আয়ারল্যান্ডের নেই বলেও জানান আইরিশ পররাষ্ট্রমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন