ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট শেখ হেলাল উদ্দীন কলেজের অনুমোদিত গভর্ণিং বডির প্রথম সভা শনিবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। সভা শুরুতে গভর্ণিং বডির নব নির্বাচিত সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরিচয় পর্ব শেষে সর্ব সম্মতিক্রমে গভর্ণিং বডির কো-অপ্ট চিকিৎসক প্রতিনিধি নির্বাচিত হন সাতক্ষীরা জেলার সাবেক সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ।
সদস্য সচিব অধ্যক্ষ বটু গোপাল দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স ম আব্দুর রব, এ্যাডঃ নব কুমার চক্রবর্তী, মোঃ ফারুকুল ইসলাম, আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দীন গাজী, মোঃ হাফিজুর রহমান, মনজিলা খাতুন, অপূর্ব লাল সাহা। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আমাদের এই কোভিড-১৯ কালীন সময়ে ছেলে মেয়েদের লেখা পড়ার খবর রাখতে হবে।
সকলের সহযোগিতায় শেখ হেলাল উদ্দীন কলেজ একদিন এতদাঞ্চলের মানুষের স্বপ্নের প্রতিষ্ঠানে পরিণত হবে, এই কলেজ কে কেন্দ্র করে মানুষের মন মানসিকতার উৎকর্ষতা বৃদ্ধি পাবে। উল্লেখ গত ৩ মার্চ-২০২১. জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক শেখ হেলাল উদ্দীন কলেজের গভর্ণিং বডি ২ বছরের জন্য অনুমোদন করেন। মত বিনিময় সভা শেষে সভাপতি ও সদস্যবৃন্দ কলেজের উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন।
s