ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার বেলা ১১টায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েলের মাতা মোসা: শেখ রিজিয়া নাসেরের স্বরণে শোক সভা ও তার রুহের মাগফিরাতকামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসন।
সাধারন সম্পাদক শেখ সিহাব উদ্দিন রুবেলের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মান্না দে, শেখ আজমল হোসেন, এম. জাকির হোসেন, নির্বাহী সদস্য মোঃ মোজাহিদুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক শেখ মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ সাগর মল্লিক, অর্থ সম্পাদক এম.এম.সি মেহেদী হাসান, সাংস্কৃতিক সম্পাদক সুমন কর্মকার, সদস্য সৈয়দ অনুজ, কামরুজ্জামান, মেহেদী হাসান নয়ন, অফিস সহকারী মোঃ বেল্লাল হোসেন খান প্রমূখ। দোয়া পরিচালনা করেন ধর্ম সম্পাদক মোঃ হুমাউন কবির।