ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
সেভ দ্যা টুমরো ফাউন্ডেশন কর্তৃক দেশব্যাপী কেএন-৯৫ মাস্ক বিতরণের অংশ হিসেবে সেভ দ্যা টুমরো খুলনা শাখা কর্তৃক খুলনার বিভিন্ন জায়গায় কেএন-৯৫ মাস্ক বিতরণ করা হয়েছে। “চলো বন্ধু বদলে যাই, মানবতার বিশ্ব চাই” এই স্লোগানকে সামনে তুলে ধরে কেএন ৯৫ মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করেছেন। এরই মধ্যে মানবিক সংগঠন সেভ দ্যা টুমরো খুলনা শাখার পক্ষ থেকে আজকে ফকিরহাটের বিভিন্ন জায়গায় কেএন-৯৫ মাস্ক বিতরণ কর্মসূচি করা হয়। ১১ এপ্রিল সকালে ফকিরহাটের বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধে সেভ দ্যা টুমরো খুলনা শাখার সভাপতি সৈয়দ অনুজের পরিচালনায় মাস্ক বিতরণ করা হয়।