ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে এবার সরকারী প্রণোদনা পেতে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে নলধা মৌভোগ ইউনিয়নের এল.এস.পি কবির মোড়লের বিরুদ্বে। ঘটনার বিবরণে জানা যায়, করোনাকালীন সময়ে সরকার প্রদত্ত প্রাণীসম্পদ অধিদপ্তরের মাধ্যমে এলাকার অসহায় মানুষের হাস, মুরগী ও গরু খামারীদের প্রণোদনার আওতায় আনার জন্য তালিকা প্রণয়ন করা হয়। নলধা মৌভোগ ইউনিয়নের তালিকার দায়িত্বে ছিলেন এলএসপি কবির মোড়ল। উক্ত কবির মোড়ল সরকারী প্রণোদনার বড় ধরনের আর্থিক লোভের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের নিকট থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযাগ উঠেছে। জানা গেছে, প্রায় দুইশতাধিক মানুষের নিকট থেকে এই উৎকোচ গ্রহন করেছে। এদিকে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এ বিষয়টি টের পেয়ে কবির মোড়ল পরবর্তীতে ভুক্তভোগীদের বাড়ী বাড়ী যেয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে ভুক্তভোগীরা জানান। এ ব্যাপারে প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পুষ্পেন কুমার শিকদারের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, আমি তার বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে আমি ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। তাদের তদন্তের প্রতিবেদন পেলে ব্যবস্থা গ্রহন করবেন।