হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব-১৭) আন্ত: ইউনিয়ন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১১ জুন) বিকেল ৫টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফকিরহাট সদর ইউনিয়ন বনাম নলধা-মৌভোগ ইউনিয়ন মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ০১-০২ গোলের ব্যবধানে ফকিরহাট সদর ইউনিয়ন বিজয়ী হয়েছে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, জেলা পরিষদ সদস্য শেখ আ: রাজ্জাক, ইউপি চেয়ারম্যান কাজি মো: মহসিন, জেলা ক্রীড়া অফিসার মো:মিজানুর রহমান। খেলায় ভাষ্যকর হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাহিদুর রহমান মুক্ত। খেলা পরিচালনা করেন পলাশ সেন, সহযোগিতা করেন লিপন বিশ্বাস ও জাকির খান। খেলায় ম্যান অবদি ম্যান নির্বাচিত হয়েছে বিজয়ী দলের সাইফুল্লাহ ও রানার্স আপ দলের গোলরক্ষক মো: গালিব। ম্যান অবদি সিরিজ নির্বাচিত হয়েছে বিজয়ী দলের সাইফুল্লাহ।

খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম, নলধা-মৌভোগ ইউনিয়নের একক চেয়ারম্যান প্রার্থী সরদার আমিনুর রশিদ মুক্তি, মো: ইবারাত আলী, আনিচুর রহমান বিপ্লব সহ অসংখ্য ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন ###

সম্পর্কিত পোস্ট

মতামত দিন