হোম ফিচার পুষ্পার গানে নেট দুনিয়া কাঁপাচ্ছেন মনামী

বিনোদন ডেস্ক :

পুষ্পার গানে কোমর দুলিয়ে ঝড় তুললেন বাঙালি অভিনেত্রী মনামী ঘোষ। হলুদ শাড়ি পরে, সরিষা ক্ষেতে ‘সামি সামি’ গানের তালে নাচের স্টেপ দিয়েছেন তিনি। সেই নাচে কুপোকাত নেট দুনিয়া।

কয়েক ঘণ্টার ব্যবধানে গানটি এখন সাথে তার নাচ এখন সবার নজরে। তেলেগু ভাষায় ‘সামি সামি’ গানটি গেয়েছেন মনিকা যাদব। দেবী শ্রী প্রসাদের মিউজিকে গানটিতে একদল নৃত্যশিল্পীর সঙ্গে নেচেছেন রাশমিকা মান্দানা।

টলিউড অভিনেত্রী মনামি ঘোষ। অভিনয়ের পাশাপাশি অসাধারণ নাচের দক্ষতা রয়েছে তার। সম্প্রতি এই অভিনেত্রী ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব চ্যানেল খোলেন। সেখানে তিনি তার নাচের বিভিন্ন ভিডিও আপলোড করেন। অতি অল্প দিনের মধ্যে ৫ লক্ষ সাবস্ক্রাইবার পেতে সক্ষম হয়েছেন অভিনেত্রী। তবে এবার জনপ্রিয় দক্ষিণী ছবি ‘পুষ্পা’র ভাইরাল গান ‘সামি সামি’তে নেচে সকলকে চমকে দিতে দেখা গেল অভিনেত্রী মনামী ঘোষকে।

উল্লেখ্য, মনামী ঘোষ কলকাতার অভিনেত্রী। ৩৭ বছর বয়স পেরিয়ে এখনো নিজের রূপ-লাবণ্য ধরে রেখেছেন। নিয়মিত ভক্তদের মাতিয়ে রাখেন আবেদনময়ী ছবি, ভিডিও শেয়ার করে। মাঝেমাঝেই তিনি জনপ্রিয় গানের তালে নেচে ভিডিও আপলোড করেন। সেগুলো তার ভক্তরাও লুফে নেয়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন