বাণিজ্য ডেস্ক:
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রোববার কমেছে লেনদেন। এদিকে ডিএসইতে দুটি সূচকের মান বাড়লেও সিএসইতে কমেছে সব কটি সূচকের মান।
রোববার (১৮ জুন) পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ডিএসইর বাজার বিশ্লেষণ দেখা যায়, ডিএসইতে নিম্নমুখী লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৪১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬৫ কোটি ৭ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৪৬ কোটি ৮৭ লাখ টাকা।
এদিকে ডিএসইতে রোববার একটি বাদে বেড়েছে সব কটি সূচকের মান। এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮১ দশমিক ০৬ পয়েন্টে।
এ ছাড়া ডিএস৩০ সূচক বেড়েছে শূন্য দশমিক ৭৫ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৮৩ দশমিক ২৫ পয়েন্টে। তবে কমেছে ডিএসইএস সূচকের মান। সূচকটি ১ দশমিক ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ দশমিক ৫১ পয়েন্টে।
লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশন। এ ছাড়া মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা, খান ব্রাদার্স, সি পার্ল, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, সোনালি লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
ডিএসইতে রোববার ৩৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭১টি কোম্পানির, কমেছে ৮৮টির ও অপরিবর্তিত রয়েছে ১৮৯টি কোম্পানির শেয়ারের দাম।
অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতেও রোববার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১৩ কোটি ৭০ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৯২ লাখ টাকা।
সিএসইতে এদিন কমেছে সব কটি সূচকের মানও। সিএএসপিআই সূচক ৬ দশমিক ২১ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৬ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৫৪ দশমিক ৫২ পয়েন্টে ও ১১ হাজার ৯৫ দশমিক ৬১ পয়েন্টে।
এ ছাড়া সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ০৬ পয়েন্ট ও সিএসআই সূচক ১ দশমিক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩০৯ দশমিক ৩১ পয়েন্টে ও ১ হাজার ১৬২ দশমিক ৬৫ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচকটি অবস্থান করছে ১৩ হাজার ৩৬৩ দশমিক ০৬ পয়েন্টে। সূচকের মান কমেছে ৬ দশমিক ৯৬ পয়েন্ট।
সিএসইতে ১৮৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৫৬টি ও অপরিবর্তিত রয়েছে ৮৭টি কোম্পানির শেয়ার দর।