হোম অন্যান্যসারাদেশ পিরোজপুরে একটি এলাকা “রেড জোন” ঘোষণা; করোনা উপসর্গ  নিয়ে জেলায় ২ জনের মৃত্যু

পিরোজপুরে একটি এলাকা “রেড জোন” ঘোষণা; করোনা উপসর্গ  নিয়ে জেলায় ২ জনের মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 91 ভিউজ

পিরোজপুর অফিস :

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার থানাপাড়া এলাকা ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন। রোববার (১৪জুন) বিকেলে মঠবাড়িয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের থানাপাড়া এলাকায় ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মঠবাড়িয়া করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি উর্মি ভৌমিক।
এদিকে রবিবার (১৪জুন) করোনা উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে ও জেলার ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে বলে জানান পিরোজপুর জেলা হাসপাতালের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি।
নিহতরা হলেন- জেলা হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি আব্দুল গণি (৬০)৤ তিনি জেলার ইন্দুরকানী উপজেলায় শহর ইন্দুরাকানী গ্রামের আকসের আলী শেখের পুত্র৤ আর অপরজন জেলার ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া গৌতম মন্ডল (৫০) ৤ তিনি জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভান্ডারিয়া গ্রামের সুধির চন্দ্র মন্ডলের পুত্র। তিনি একজন পান চাষি বলে জানা গেছে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে উপজেলার যে সকল এলাকায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী বেশি সনাক্ত হবে সেই সকল এলাকাকে রেড জোন হিসেবে করে ঘোষণা করা হবে। এরই অংশ হিসেবে মঠবাড়িয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের থানাপাড়া এলাকায় ৫ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে ঐ এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে।
এদিকে পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি জানান, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে পিরোজপুর জেলা হাসপাতালের আইসোলেশনে ভর্তি থাকা ইন্দুরকানী উপজেলার আব্দুল গণি নামের এক ব্যক্তি মারা গেছে। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদ জানান, করোনা উপসর্গ নিয়ে গৌতম মন্ডল জ্বর ও সর্দি আক্রান্ত হয়ে আজ (রবিবার) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। করোনা উপসর্গ থাকার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের স্বজনরা বরিশাল নেওয়ার প্রস্তুতি কালে দুপুরের দিকে নিমাই মন্ডল মারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ.এম জহিরুল আরো বলেন, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন