স্পোর্টস ডেস্ক:
আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। হাইব্রিড পদ্ধতিতে দুবাই ও পাকিস্তানে অনুষ্ঠিত হবে বৈশ্বিক এই টুর্নামেন্টটি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে উদ্বোধন। এরই মধ্যে নতুন বিতর্কের জন্ম দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
টুর্নামেন্টের আয়োজক দেশ হিসেবে অংশগ্রহণকারী সব দেশের পতাকাই টানায় পিসিবি। তবে সেখানে ছিল না ভারতের পতাকা। টুর্নামেন্ট পাকিস্তানের হলেও নিরাপত্তার অজুহাত দেখিয়ে সেখানে যায়নি ভারত। রোহিত শর্মা থাকছেন না নির্ধারিত ক্যাপ্টেন্স ডে-তে। অনেকের মতে সেই শোধটাই নিতেই হয়তো ভারতের পতাকা রাখেনি পাকিস্তান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের মিডিয়া ভবনের ছাদে স্ট্যান্ড ব্যবহার করে বেশ কিছু পতাকা লাগানো হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা উড়তে দেখা যায়। ভারতের একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে এসব ছবি পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়াম থেকেই নেওয়া।
ভারতের পতাকা না রাখার ব্যাখ্যা দিয়েছে পিসিবি। পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এটি পিসিবির পরিকল্পিত কোনো পদক্ষেপ ছিল না; বরং আইসিসির নির্দেশনার কারণে এমনটি হয়েছে।
পিসিবির এক মুখপাত্র বলেছেন, ‘আইসিসি নির্দেশ দিয়েছে যে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি চলাকালে শুধু চারটি পতাকা উত্তোলন করা হবে—আইসিসি, পিসিবি এবং সেদিনের ম্যাচে অংশ নেওয়া দুই দল। বিষয়টি একদম পরিষ্কার।’
চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে ভারত নিজেদের সব ম্যাচই খেলবে দুবাইয়ে। তাদের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি। দুই দলের জন্যই সেটি উদ্বোধনী ম্যাচ। ২৩ তারিখ হবে মহা গুরুত্বপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচ। ভারত যদি সেমিফাইনাল বা ফাইনালে ওঠে তবে সেই ম্যাচও হবে দুবাইয়ের মাঠে। অন্যথায় সেটা সরে যাবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।