আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে ভারতের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে ক্ষুব্ধ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন এই বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে দাবি করে নির্বাচনী সহিংসতার জন্য বিরোধীদের দায়ী করেন তিনি। এদিকে পঞ্চায়েত ভোটে বিজেপি, বামফ্রন্ট ও কংগ্রেসের চেয়ে বেশি প্রার্থী তৃণমূল কংগ্রেসের বলে জানা গেছে।
আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে তিন স্তরের পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে। ফল ঘোষনা হবে ১১ জুলাই।
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বাড়ছে সংঘাত-সহিংসতা। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রাজ্যের বেশ কিছু জায়গায় সহিংসতায় প্রাণ হারান কয়েকজন।
এর জেরে রাজ্য পুলিশের পাশাপাশি ভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আদালতের এই সিদ্ধান্তকে বিরোধী দলগুলো স্বাগত জানালেও নাখোশ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস।
এ বিষয়ে সরাসরি কিছু না বলেও শুক্রবার কলকাতার অদূরে রাজনৈতিক অনুষ্ঠানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে রাজ্য নির্বাচন কমিশন দফতরের তথ্য অনুযায়ী, তিন স্তরের পঞ্চায়েত ব্যবস্থার ৭৩ হাজার ৮৮৭ আসনে তৃণমূলের প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন ৮৫ হাজার ৮১৭।
দ্বিতীয় অবস্থানে থাকা বিজেপির প্রার্থী ৫৬ হাজার ৩২১ জন। বামফ্রন্ট ও কংগ্রেস যথক্রমে ১৬ হাজার ২৯৩ এবং ১৭ হাজার ৭৫০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পেরেছেন।
সব মিলিয়ে মনোনয়নজমা পড়েছে ২ লক্ষ ৬৪ হাজার ৮৬৪টি। বিরোধীদের অভিযোগ, তৃণমূলের বাধার মুখে অনেক প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেনি।