হোম খুলনানড়াইল নড়াইল জেলা পরিষদ আট মাসে দূর্নীতি মুক্ত করলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান

নড়াইল জেলা পরিষদ আট মাসে দূর্নীতি মুক্ত করলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান

কর্তৃক Editor
০ মন্তব্য 161 ভিউজ

মোস্তফা কামাল:

দেড় যুগ ধরে দূর্নীতির আঁকড়ায় বেধে থাকা নড়াইল জেলা পরিষদ এখন দূর্নীতি মুক্ত অফিস হিসাবে খ্যাতি অর্জন করেছে। নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের কঠোর পদক্ষেপ ও দিক নির্দেশনায় মাত্র আট মাসে দূর্নীতি মুক্ত হয়েছে কার্যালয়টি। বিগত বছরগুলোতে এডিবি, রাজস্বসহ বিভিন্ন বরাদ্দ বছরের পর বছর শতকরা ত্রিশ থেকে চল্লিশ শতাংশ উৎকোচ নিয়ে বরাদ্দ দেওয়ার প্রচলন মাত্র কয়েক মাসেই ভেঙ্গে ফেলেছেন বর্তমান প্রশাসক শারমিন আক্তার জাহান। বর্তমানে উৎকোচ  ছাড়াই বরাদ্দ দেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। শুধু বরাদ্দ দিয়েই বসে নেই জেলা পরিষদের এই সর্বোচ্চ কর্মকর্তা। প্রকল্পগুলো ঠিকমত বাস্তবায়ন করার জন্য বিভিন্ন  দপ্তরের কর্মকর্তাদের দিয়ে তদন্ত কমিটি করেছেন।শতভাগ কাজ করা না হলে প্রকল্পগুলোর চুড়ান্ত বিল দেওয়া যাবেনা বলে সাফ  জানিয়ে দিয়েছেন তিনি। এর ফলে সরকারি অর্থ শতভাগ উন্নয়ন কাজে ব্যবহার হচ্ছে। এতে উপকৃত হচ্ছে কৃষি প্রধান জেলা নড়াইলের মানুষ।

জানা গেছে, নড়াইল জেলা পরিষদের বিগত দিনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা দিনের পর দিন কার্যালয়টিকে একটি দূর্নীতিগ্রস্ত অফিস হিসেবে পরিচিত করেছিল। ঐ সময় কর্মকর্তাদের ছত্রছায়ায় জেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক দালাল এবং অফিসের দু’জন কর্মচারীর মাধ্যমে উন্নয়ন প্রকল্পের ত্রিশ থেকে চল্লিশ শতাংশ অর্থ ঘুষ নিয়ে প্রকল্প দেওয়া হতো। প্রকল্প অনুমোদন হওয়ার আগেই অগ্রীম হাতিয়ে নেওয়া হতো ঘুষের টাকা। তখন নিজ নিজ রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিলো অফিসের হর্তাকর্তা। ঐ সময় প্রকল্প নিতে হলে সরকারি কর্মকর্তা ও নির্বাচিত চেয়ারম্যান/প্রশাসকদের পছন্দের ব্যক্তিদের মাধ্যমে মোটা অংকের টাকা ঘুষ দিয়ে প্রকল্প নিতে হতো। এক লক্ষ টাকায় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ঘুষ দিয়ে প্রকল্প নেওয়ার পর বেশিরভাগ প্রকল্পের বাকি টাকা ভাগাভাগি করে নিত প্রকল্প সংশ্লিষ্টরা। কাগজে কলমে প্রতি বছর কোটি কোটি টাকার প্রকল্প গ্রহন করা হলেও বাস্তবে সেই সব টাকা কোন কাজে লাগেনি প্রান্তিক জনগোষ্ঠির। নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গত বছরের ১২ সেপ্টেম্বরে নড়াইল জেলা পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহন করার পর কার্যালয়টির চিত্র পুরোপুরি পালটে গেছে। বর্তমানে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, করবস্থান, শশ্মান, মন্দির গির্জা, রাস্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন (সংস্কার বা নির্মান) করার জন্য প্রকল্প অনুমোদন নিতে হলে জেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারি অথবা কোন দালালদের দিতে হয়না কোন উৎকোচ। প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্প।আর বেশিরভাগ প্রকল্প টেন্ডার দিয়ে ঠিকাদারের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, করবস্থান, শশ্মান, মন্দির গির্জাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিজ নিজ কমিটির মাধ্যমে ছোট ছোট প্রকল্প বাস্তবায়ন করা হলেও সেখানে তীক্ষè নজরদারি রেখেছেন জেলা পরিষদের এই সর্বোচ্চ কর্মকর্তা শারমিন আক্তার জাহান।

জেলা পরিষদ সুত্রে জানা গেছে, ২০২৩-২৪ ইং অর্থ বছরে এডিপির ৬ কোটি ৭৫ লক্ষ টাকার ২ শত ৩টি প্রকল্প, ২০২৪-২৫ ইং অর্থ বছরে ৬ কোটি ৭০ লক্ষ টাকার ৩ শত ৩টি প্রকল্প অনুমোদন করেছেন বর্তমান প্রশাসক। বিগত ২০২৩-২৪ ইং অর্থ বছরের রাজস্ব খাতের মোট ১১কোটি ৩৬ লক্ষ টাকার ৫ শত ৮২টির মধ্যে (আংশিক)  কিছু প্রকল্প অধিকতর যাচাই বাছাই আন্তে যুক্তিকতা, বাস্তবতা জন কল্যানমূখিতা বিবেচনায় প্রকল্পগুলোর কার্যক্রম চলমান রাখা হয়েছে। জেলা পরিষদ প্রশাসকের কঠোর নির্দেশে বিভিন্ন  দপ্তরের কর্মকর্তাদের দিয়ে যাচাই বাছাই করে কাজের মান সন্তোষজনক হলে চুড়ান্ত বিল দেওয়া হচ্ছে প্রকল্প সংশ্লিষ্টদের। যে সকল

সম্পর্কিত পোস্ট

মতামত দিন