হোম অন্যান্যসারাদেশ নড়াইলে ছাত্রলীগ নেতা চয়ন হত্যার ৩০তম বার্ষিকীতে সাবেক ও বর্তমান ছাত্রনেতারা মামলার পুনঃবিচারের দাবি জানিয়েছেন

নড়াইল অফিস :

নড়াইল জেলা ছাত্রলীগ ও ৯০ এর গন আন্দোলনের অন্যতম ছাত্র নেতা চয়ন মল্লিকের ৩০তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে । ১৯৯১ সালের ১৬ অক্টোবর তৎকালিন বিএনপি সরকারের সমর্থনপুষ্ট সন্ত্রাসীরা চয়ন মল্লিককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

চয়ন মল্লিকের শাহাদত বার্ষিকী উপলক্ষে ১৬ অক্টোবর শনিবার দুপুরে ‘৯০ এর গণআন্দোলনের সহযোদ্ধা’, ‘জেলা ছাত্রলীগ’ এবং ‘শহীদ মানিক-চয়ন স্মৃতি সংসদ’ এর উদ্যোগে শোক র‌্যালি, চয়নের স্মৃতিসৌধে পুস্পমাল্য প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্মৃতিসৌধে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবু ফেরদৌস মিলন।

এ সময় বক্তব্য দেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, আ. লীগ নেতা হাফিজ খান মিলন, , কামরুজ্জামান খান তুহিন, ফরহাদ হোসেন প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন এড. কাজি বশিরুল হক বশির। সভায় বক্তারা চয়ন হত্যা মামলার পুনঃবিচারের জোর দাবি জানান।

বক্তারা এ সময় বলেন, ১৯৯০ এর গনআন্দোলনের অসীম সাহসী ছাত্রনেতা,আমাদের বন্ধু ও সহযোদ্ধা ২৯ বছর আগে তৎকালীন শাসকের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে শাহাদত বরন করেন ।১৯৯১ সালের ১৬ অক্টোবর নড়াইলের প্রতিটি মানুষকে শোকের সাগরে ভাসিয়ে,চিত্রার পানিকে ওর তাজা রক্তে রঞ্জিত করে চির বিদায় নিয়েছিল চয়ন। তারপর কেটে গেছে ২৯ টি বছর।

চয়ন হত্যা মামলাটি বিচারের নামে করা হয়েছে প্রহসন । কিন্তু হাল ছাড়িনি আমরা ৯০ এর গণ আন্দোলনের সহযোদ্ধারা আবারো একত্রিত হয়েছি, চয়ন হত্যা মামলার পূনঃবিচার দাবীতে সোচ্চার হয়েছি। এই ১৬ অক্টোবর ২০২১ তে দাড়িয়ে আমরা আমদের সহযোদ্ধা চয়নের শাহাদতবার্ষিকী পালনের পাশাপাশি হত্যা মামলাটির পুণঃবিচারের দাবীতে জানান। আমরা তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন