নড়াইল অফিস :
নড়াইল পৌরসভার রুপগঞ্জ বাজারের সার ডিলার, হাসানুজ্জামান কতৃক উজিরপুর গ্রামের কৃষক আলী আহম্মেদকে লাঞ্চিত করার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। লাঞ্চিত করার এ ঘটনায় হাসানুজ্জামানের বিচার ও ডিলারসিপ বাতিলের দাবিতে জেলা কৃষকলীগ এই কর্মসুচির আয়োজন করে। এ সময় বক্তারা অবিলম্বে হানানুজ্জামানের ডলারশিপ বাতিলের দাবি জানান হয়।
২৪ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আদালত সড়কে এসে মানববন্ধন করে । এ সময় মানববন্ধনে কয়েকশ কৃষক কৃষানি অংশ গ্রহন করেন। সমাবেশে বক্তব্য দেন জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবুর রহমান, জেলা মৎস্যজিবী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক শামীম আতিক মহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরজ্জামান কামাল, জাহিদুল ইসলামসহ নেতৃবন্দ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
গত ১৭ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে রূপগঞ্জ খাদ্যগুদামের উল্টাদিকে বাজারে সার ব্যবসায়ী মো: হাসানুজ্জামানের সারের দোকান থেকে দোকানের ম্যানেজার কৃষক আলী মোহাম্মদকে ঘাড়ধাক্কা দিতে দিতে রূপগঞ্জ বাজারে হাসান সাহেবের চেম্বারের সামনে নিয়ে মারপিট করা হয় বলে অভিযোগ করেন এই কৃষক। এ ঘটনায় ফুসে উঠেছে নড়াইলের কৃষক-জনতা।