হোম অন্যান্যসারাদেশ নড়াইলের একাধিক হত্যা মামলার আসামী সোহেল খাঁকে কুপিয়ে হত্যা

নড়াইল অফিস :

নড়াইলের একাধিক হত্যা মামলার আসামী সোহেল খাঁ (৪০) খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলার দিঘলিয়া পূর্বপাড় গ্রামে নবগঙ্গা নদীর পাশে তিনি খুন হন। সোহেল উপজেলার কুমড়ি গ্রামের বদির খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সোহেল রাতে তাঁর শ্বশুরবাড়ি দিঘলিয়া পূর্বপাড় গ্রামে ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে তাঁরা স্বামী-স্ত্রী দুজন ঘর থেকে বের হয়ে পাশের রাস্তায় দাঁড়ান। আকস্মিকভাবে ধারালো অস্ত্রদিয়ে কয়েকজন যুবক তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর পুরো শরীরে এলোপাতাড়ি কোপানের দাগ রয়েছে। পুলিশ খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল খান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর নামে চারটি হত্যা ও অস্ত্র মামলাসহ ১৩টি মামলা রয়েছে। তিনি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকালাপের সঙ্গে জড়িত ছিলেন।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, ‘লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যববস্থা নেওয়া হচ্ছে।’

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন