হোম আন্তর্জাতিক নিরাপদ কর্মসংস্থানের দাবিতে সিউলে শ্রমিক সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক :

আন্তর্জাতিক শ্রমিক ‍দিবসে কোরিয়া কনফেডারেশন অব ট্রেড ইউনিয়নের উদ্যোগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

অভিবাসীদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্য কেসিটিউর সমাবেশে অংশগ্রহণ করেছে প্রবাসী শ্রমিক ইউনিয়ন (এমটিইউ)।

সমাবেশে সার্ভিস ফেডারেশন, জেনারেল ডেমোক্রেটিক ইউনিয়ন, পাবলিক ট্রান্সপোর্টেশন ইউনিয়ন, ইকুয়াল মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ও প্রবাসী শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের ১৪ হাজার শ্রমিক সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশের পূর্বে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ছোট-বড় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। অভিবসীদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করছে দক্ষিণ কোরিয়া প্রবাসী শ্রমিক ইউনিয়ন।

সংগঠনটি কোরিয়া কনফেডারেশন অব ট্রেড ইউনিয়নের (কেসিটিউ) আওতাভুক্ত। তারা তাদের অধিকার আদায়ে শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে এই সমাবেশে অংশগ্রগণ করেন।

তাদের ৫ দফার প্রথম দাবি হচ্ছে, ইপিএস ব্যবস্থা পরিবর্তন করে ওয়ার্ক পারমিট সিস্টেমের চালু করা। যেখানে একজন শ্রমিক পরিবার নিয়ে দেশটিতে বসবাস করার সুযোগ পাবেন। দ্বিতীয়ত, কর্মসংস্থান পরিবর্তনের স্বাধীনতা এবং বৈষম্যহীনতা আইন তৈরি করা। তৃতীয় দাবি হচ্ছে, বেতন থেকে বাধ্যতামূলক বাসা ভাড়া কাটার আইন বন্ধ করা।

আর চতুর্থ দাবি, ছোট কারখানাগুলোতে ৫ জনের কম শ্রমিক কাজ করলেও শ্রম আইনের নতুন শর্ত বাতিল করে তাদের সমানভাবে পূর্ণ অধিকার ফিরিয়ে দেওয়া। সর্বশেষ দাবিটি হলো, ভিসাহীন লোকদের নিবন্ধনের আওতায় নিয়ে এসে কোরিয়াতে থাকার ব্যবস্থা করা।

কোরিয়ার স্থানীয় শ্রমিকরা সব শ্রমিককে নিরাপত্তাসহ কর্মক্ষেত্রে বৈষম্য দূর করার পাশাপাশি শ্রমিকের অধিকার নিয়ে কথা বলার জন্য একত্রিত হয়েছেন বলেও জানান তারা।

কোরীয় এক শ্রমিক সময় সংবাদকে বলেন, ১০ লাখেরও বেশি প্রবাসী শ্রমিক রয়েছে দক্ষিণ কোরিয়ায়। তারা এ দেশের সমৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কোরিয়ান কনফেডারেশন অব ট্রেড ইউনিয়ন প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষা করে যাচ্ছে। এখানে প্রবাসী শ্রমিকদেরও ইউনিয়ন আছে। শ্রম অধিকার আদায়ে কোরিয়ান ও প্রবাসী শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে।

কোরিয়ান কনফেডারেশন অব ট্রেড ইউনিয়ন প্রবাসী শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে থাকে। তবে অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়া খুব গুরুত্বপুর্ণ মনে করছেন কোরীয়রা।

কেসিটিইউ-এর চেয়ারম্যান ইয়াং কিউং-সু তার অভিনন্দন বক্তৃতায় বলেন, আমরা বৈষম্যহীন শ্রম অধিকার চাই, মৌলিক অধিকারসহ নিরাপদ কর্মক্ষেত্র আমাদের অধিকার। গান বাজনার মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায়ের অনুভূতিগুলো জানান দেয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন