হোম এক্সক্লুসিভ নাটোরে সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি

জাতীয় ডেস্ক:

রাজশাহী পাবনা ও নওগাঁ জেলার কিছু অংশের লবণমুক্ত চামড়া নাটোরে আসা শুরু হয়েছে। সরকার নির্ধারিত দামে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা লোকসান গুনছেন। ৫ থেকে ৭ দিন পর দেশের ৩৩ জেলা থেকে লবণযুক্ত চামড়া নাটোরে আসবে বলে জানান সংশ্লিষ্টরা।

নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় উত্তরাঞ্চলের বৃহত্তম চামড়ার বাজারের দেড় শতাধিক আড়তে সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন ব্যবসায়ীরা। লবণমুক্ত গরুর চামড়া প্রকারভেদে ৪শ’ টাকা থেকে ৮শ’ টাকায় চামড়া বিক্রি হচ্ছে। আর খাসির চামড়া বিক্রি হচ্ছে ১০ থেকে ৪০ টাকায়। গাই গরুর চামড়া বিক্রি হচ্ছে ৭০ থেকে ১শ’ টাকায়। তবে বকরির চামড়া কিনছেন না ব্যবসায়ীরা।

নওগাঁ জেলার আত্রাই উপজেলার আবু সাঈদ বলেন, ‘সেখানে তারা ৭শ’ থেকে ৮শ’ টাকায় গরুর চামড়া কিনেছেন। এখানেও সেই দাম ফলে গাড়ি ভাড়া তাদের লোকসান গুনতে হচ্ছে।’

নাটোরের নলডাঙ্গা উপজেলা থেকে আসা রশিদ বলেন, ‘প্রকারভেদে ১০ থেকে ৪০ টাকা ছাগলের চামড়ার দাম দিলেও বকরির চামড়ার দাম তারা কিনছে না। ফলে লোকসান গুনছেন তারা ‘

নাটোরের আড়তদার রকিব উদ্দিন কমল বলেন, ট্যানারি মালিকরা লবণযুক্ত বকরির চামড়ার দাম নির্ধারণ করেছে ৪০ টাকা। বকরির চামড়ায় লবণ দিতে খরচ পড়ছে ৪৫ টাকা। ফলে তারা বকরির চামড়া কিনছেন না। আর গরুর চামড়া সরকার নির্ধারিত দামেই কিনছেন বলে দাবি করেন তিনি।

নাটোর জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ‘আজ রাতের মধ্যে নাটোরসহ রাজশাহী পাবনা ও নওগাঁ জেলা থেকে ১ লাখ পিস গরু ও দেড় লাখ পিস ছাগলের লবণমুক্ত চামড়া এখানে আসবে। আর এ চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করে রাখা হবে ট্যানারি মালিকদের কাছে বিক্রি জন্য। আর গত ২ বছর ট্যানারি মালিকরা নাটোর থেকে নগদ টাকায় চামড়া কেনায় চলতি বছর ৩৩ জেলা থেকে ৮ লাখ পিস গরু ও ১০ লাখ পিস ছাগলের চামরা নাটোরে সরবরাহ হবে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন