স্পোর্টস ডেস্ক:
টেস্ট ক্রিকেট নিয়ে নতুন পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। প্রথম সারির দেশগুলো নিজেদের মধ্যে আরও বেশি সংখ্যক সিরিজ খেলবে। দুটি স্তরে টেস্ট ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে দুই ভাগে বিভক্ত করা হতে পারে।
দ্বি-স্তর বিশিষ্ট এই কাঠামো বাস্তবায়িত হলে একদিকে থাকবে ক্রিকেটের তিন মোড়ল ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। তাদের সঙ্গে যুক্ত হবে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং শ্রীলংকা। আরেক স্তরে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ জিম্বাবুয়ে, আফগানিস্তান এবং আয়ারল্যান্ড থাকবে।
২০২৭ সাল থেকে টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করতে চায় খেলাটির ‘বিগ থ্রি’ বা তিন মোড়ল। চলতি মাসেই আইসিসির সঙ্গে আলোচনায় বসার কথা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ডের এ বিষয়ে বৈঠকে বসার কথা রয়েছে।
ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে বড় রকমের লভ্যাংশ দেয়ার ভিত্তিতে ২০১৪ সালে শুরু হয়েছিল ‘বিগ থ্রি’তত্ত্ব । পরে সেটা ভেঙে যায়। আর্থিক বন্টনের দিকটা ভেঙে গেলেও ক্রিকেটের বড় মঞ্চে ঠিকই প্রতিষ্ঠিত হয়ে যায় এই দেশগুলোর আধিপত্য। যেটার সবশেষ রূপ হতে পারে দ্বি-স্তরের টেস্ট ক্রিকেট মডেল।
নতুন মডেল বাস্তবায়ন হলে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড একে অন্যের বিপক্ষে প্রতি ৩ বছরে অন্তত ২ বার করে মুখোমুখি হতে পারবে। এতে করে আর্থিকভাবে ব্যাপক আকারে লাভবান হবে ওই তিন দেশের বোর্ড। নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাতেও এখন পর্যন্ত আছে টেস্টের উন্মাদনা। আর্থিক সুবিধা পাবে তারাও। তবে মূল লাভ হবে সেই তিন দেশেরই।
সেক্ষেত্রে টেস্ট চ্যাম্পিয়নশিপ বন্ধের শঙ্কা থাকছে। কারণ সব দলের সিরিজ সংখ্যায় অনেক পার্থক্য হবে। একইসঙ্গে টেস্ট হবে কেবল অভিজাত ক্রিকেট বোর্ডের খেলা। কিছু দেশের জন্য টেস্ট থাকবে উপভোগ্য। বাকিদের জন্য টেস্ট ক্রিকেট নিছকই এক বিলাসিতা।
একইসঙ্গে আইসিসি থেকে লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রেও ব্যাপক আকারে লাভবান হবে এই তিন বোর্ড। সংস্থাটির লাভের ৩৮.৫ শতাংশ পাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। চার বছর মেয়াদী এই চুক্তির বর্তমানে চলছে দ্বিতীয় বছর। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড পাবেন ৬ দশমিক ৮৯ শতাংশ, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কাছে যাবে ৬ দশমিক ২৫ শতাংশ।