হোম অর্থ ও বাণিজ্য দেশে বেড়েছে শ্রমশক্তি, কর্মসংস্থান বেশি সেবাখাতে

দেশে বেড়েছে শ্রমশক্তি, কর্মসংস্থান বেশি সেবাখাতে

কর্তৃক Editor
০ মন্তব্য 172 ভিউজ

বাণিজ্য ডেস্ক:

গত বছর দেশে বেড়েছে শ্রমশক্তি। ২০২২ সালের তুলনায় গত বছর দেশের শ্রমশক্তি ৪ লাখ বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৩৪ লাখ ৫০ হাজার নারী-পুরুষে। আর সবচেয়ে বেশি কর্মসংস্থান বেড়েছে সেবা খাতে।

সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপে এ তথ্য উঠে এসেছে।

বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, বছরওয়ারি তথ্যমতে ২০২৩ সালের সাময়িক হিসাবে দেশে মোট শ্রমশক্তির পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৩৪ লাখ ৫০ হাজার নারী-পুরুষ। এর মধ্যে পুরুষ ৪ কোটি ৮১ লাখ ১০ হাজার এবং নারী ২ কোটি ৫৩ লাখ ৪০ হাজার।

এছাড়া গত বছর দেশে ৭ কোটি ৯ লাখ ৮০ হাজার নারী-পুরুষ জরিপের সময়কালের আগের সাত দিনে এক ঘণ্টা মজুরির বিনিময়ে কাজ করেছেন। এর মধ্যে পুরুষ ৪ কোটি ৬৪ লাখ ৭০ হাজার এবং নারী ২ কোটি ৪৫ লাখ ১০ হাজার।

এদিকে গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিক শেষে দেশের শ্রমশক্তির পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৩৪ লাখ ৬০ হাজার নারী-পুরুষে। এর মধ্যে পুরুষ ৪ কোটি ৮০ লাখ ১০ হাজার এবং নারী ২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার।

আর ডিসেম্বর শেষে দেশে ৭ কোটি ১১ লাখ ১০ হাজার নারী-পুরুষ জরিপের সময়কালের আগের সাত দিনে এক ঘণ্টা মজুরির বিনিময়ে কাজ করেছেন। এর মধ্যে পুরুষ ৪ কোটি ৬৪ লাখ ৪০ হাজার এবং নারী ২ কোটি ৪৬ লাখ ৭০ হাজার।

বিবিএস আরও জানায়, ২০২৩ সালে দেশে সবচেয়ে বেশি কর্মসংস্থান বেড়েছে সেবা খাতে। ২০২২ সালের তুলনায় সেবা খাতে ২০২৩ কর্মসংস্থান ৭ লাখ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৭২ লাখ ২০ হাজার জনে। দ্বিতীয় অবস্থানে রয়েছে শিল্পখাত। এ খাতে ২০২২ সালের তুলনায় কর্মসংস্থান ২ লাখ ৭০ হাজার বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২২ লাখ ৪০ হাজার জনে।

তবে কর্মসংস্থান কমেছে কৃষি খাতে। ২০২৩ সালে শেষে দেশে কৃষি খাতে কর্মসংস্থানের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ১৫ লাখ ২০ হাজার জনে। ২০২২ সালে এর পরিমাণ ছিল ৩ কোটি ১৯ লাখ ৮০ হাজার জন। কর্মসংস্থান কমেছে ৪ লাখ ৬০ হাজার জন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন