হোম ফিচার দেবহাটায় চারদিন ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

দেবহাটা প্রতিনিধি :

‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটা উপজেলাতে শুরু হয়েছে চারদিন ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। শনিবার সকালে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ।

এসময় দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, ইপিআই পরিদর্শক মো. সালাহউদ্দীনসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং ক্যাম্পেইনের আওতাভুক্ত শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ইতোপূর্বে নির্দিষ্ট একটি দিনে দেশব্যাপী এ ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হলেও, মহামারী করোনা পরিস্থিতির কারনে এবছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইপিআই টিকাদান কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকসহ প্রতিদিন নির্ধারিত ৩১ টি কেন্দ্র করে পরপর চারদিন ১২১টি কেন্দ্রে এ ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১ মাস এবং ১২-৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এরপরও যদি কোন শিশু এ প্লাস ক্যাপসুল খাওয়া থেকে বাদ পড়ে যায়, তাহলে ক্যাম্পেইন শেষ হলেও নিকটস্থ সরকারী হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক বা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সেসব শিশুদের এ প্লাস ক্যাপসুল খাওয়াতে পারবেন তাদের অভিভাবকরা।

এবার উপজেলার পাঁচটি ইউনিয়নে স্বাভাবিক ও প্রতিবন্ধীসহ ৬-১১ মাস বয়সের ১,৯৩২ জন এবং ১২-৫৯ মাস বয়সের ১৩,৮৯৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নিয়ে ক্যাম্পেইনটি শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

পাশাপাশি ছিন্নমুল জনগোষ্ঠীর অর্ন্তভূক্ত বেদে সম্প্রদায় এবং বিশেষ করে ইটভাটায় কর্মরত শ্রমিকদের শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনতেও সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। ক্যাম্পেইন চলাকালে নির্ধারিত বয়সের প্রত্যেক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন ডা. আব্দুল লতিফ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন