আন্তর্জাতিক ডেস্ক:
ভারত সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। সোমবার (২১ এপ্রিল) দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের শুল্ক এড়ানো, ওয়াশিংটনের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি ও ভারতের সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
মোদির কার্যালয় এক বিবৃতিতে জানায়, দুই নেতা ‘দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা ও ইতিবাচক মূল্যায়ন করেছেন। তারা একটি প্রত্যাশিত বাণিজ্য চুক্তির আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতিকে স্বাগত জানান।’
হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, ভ্যান্স এবং মোদি চলমান আলোচনার জন্য শর্ত নির্ধারণ করেছেন, পরবর্তী আলোচনা এগিয়ে নেওয়ার জন্য একটি রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে বোঝা যায় যে, আলোচনা এগোচ্ছে তবে এখনও চূড়ান্ত হয়নি।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও ভারতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, যা উচ্চ পর্যায়ের সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। ট্রাম্প প্রশাসন তাদের শুল্ক কৌশলকে এমনভাবে উপস্থাপন করছে যেন এটি বিশ্বে প্রধান উৎপাদনকারী দেশ চীনের প্রভাব ও বিস্তার কমাতে আলোচনার জন্য চাপ তৈরি করছে।
চার দিনের ব্যক্তিগত সফরে গতকালই সপরিবারে দিল্লি পৌঁছান ভ্যান্স। ইতালির রাজধানী রোম থেকে সরাসরি দিল্লি যান তিনি। সফরকালীন আগ্রার তাজমহল পরিদর্শন করবেন ভ্যান্স। জয়পুর শহরে একটি ভাষণও দেবেন তিনি। উল্লেখ্য ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স ভারতীয় বংশোদ্ভূত।
যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার। বর্তমানে দুই দেশ একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনা করছে, যার লক্ষ্য ২০২৫ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণের বেশি করে ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছানো। এই লক্ষ্য অর্জিত হলে এটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে জোরদার করতে পারে এবং কূটনৈতিক সম্পর্কও শক্তিশালী হতে পারে।
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর গত ফেব্রুয়ারিতে তাঁর সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন মোদি। এখন জেডি ভ্যান্সের এই সফর হচ্ছে ভারতে ট্রাম্পের বর্তমান প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তার সফর।
ভ্যান্সের এটিই প্রথম ভারত সফর। সফরটি এমন এক সময়ে হচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের মতো ভারতীয় পণ্যের ওপরও উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন। অবশ্য পরে তিনি বেশিরভাগ দেশের ওপর আরোপিত শুল্ক কার্যক্রম ৯০ দিনের জন্য স্থগিত রেখেছেন। আর এই সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে চাচ্ছে ভারত। কারণ আরোপিত ওই শুল্ক এড়ানোর জন্য জোর তৎপরতা চালাচ্ছে নয়াদিল্লি। এছাড়া একটি বাণিজ্য চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে ভারতে আমদানি করা অর্ধেকের বেশি পণ্যের ওপর শুল্ক কমাতে চায় মোদি সরকার।