হোম অন্যান্যসারাদেশ দারিদ্রকে জয় করে সাত সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সফল জননী টুঙ্গিপাড়ার মানোদা বসু

দারিদ্রকে জয় করে সাত সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সফল জননী টুঙ্গিপাড়ার মানোদা বসু

কর্তৃক Editor
০ মন্তব্য 420 ভিউজ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

(১২ ডিসেম্বর ২০২০ খ্রীঃ) দারিদ্রের চরম কষাঘাতকে জয় করে, সাত সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে, এ বছর বেগম রোকেয়া দিবসে, টুঙ্গিপাড়া উপজেলা পর্যায়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের নির্বাচিত “শ্রেষ্ঠ সফল জননী” হিসাবে সম্মাননা স্মারক অর্জন করলেন টুঙ্গিপাড়ার জোয়ারিয়া গ্রামের মনোদা বসু।

মোল্লাহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস এর বড় বোন মানোদা বসুর বিয়ে হয় খুব অল্প বয়সে, নি¤œ মধ্যবিত্ত একটি পরিবারে। স্বামী কেশব লাল বসু কৃষিকাজ করে জিবিকা নির্বাহ করতো। এক এক করে ৪ পুত্র ও ৩ কন্যা সন্তানের মা হন তিনি। সংসারের নানা প্রতিকুলতার মধ্যে ও সন্তানদের লেখা পড়া শিখাতে কখনও পিছ পা হননী তিনি। সংসারে তাঁর অনেক ত্যাগ, স্বামীর অক্লান্ত পরিশ্রম ও পারিবারিক সহযোগিতায় দারিদ্র কে জয় করে আজ তাঁর সন্তানদের তিনি মানুষের মত মানুষ করেছেন।

খোজ নিয়ে জানগেছে মানোদা বসুর সাতজন সন্তানই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সুনামের সহিত বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। বড় মেয়ে বাসন্তী রানী বিএ, বিএড পাশ করে একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন, বড় ছেলে ডাঃ কমলেশ চন্দ্র বসু ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক, মেঝ ছেলে এম কম(হিসাব বিজ্ঞান) বিএড একজন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ছেলে ডাঃ রনেশ বোস,

এমবিবিএস(বিসিএস স্বাস্থ্য, অর্থপেডিক সার্জন) মেডিকেল অফিসার,শরিয়তপুর, মেয়ে জয়ন্তী বসু, সিনিয়র স্টাফ নার্স, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেয়ে প্রিয়ংকা বসু, বিএসসি অনার্স(পরিসংখ্যান) মেধা স্থান ৩য়, এমএসসি(পরিসংখ্যান) মেধা স্থান ৪র্থ, শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ছোট ছেলে রুবেল বসু, ডিপ্লোমা ইন ফিজিও থেরাপী, বর্তমানে স্টুডেন্ট ভিসায় ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অফ ফিজিও থেরাপী অধ্যায়নরত। মনোদা বসুর সফলতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, নিজে শিক্ষা অর্জনের সুযোগ পাইনী, তাই জীবনে একটি পণ করেছিলাম যে, শতবাধা আসলে ও আমার সন্তানদের আমি সুশিক্ষিত করবোই। তাই আজ আমার সন্তানদের সফলতায় গর্বে বুক ভরে যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন