হোম আন্তর্জাতিক দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক সাবমেরিন পাঠাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

এবার দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে সিউলে এসে পৌঁছেছে সাবমেরিনটি। তবে এটা কতদিন থাকবে সেই সময়সীমা জানানো হয়নি।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জবাবে বৃহস্পতিবার (১৫ জুন) আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন করে উত্তর কোরিয়া। এদিন জাপান সাগর লক্ষ্য করে দুটি স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি।

প্রতিবাদে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এ নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই সিউলে পৌঁছেছে মার্কিন পারমাণবিক সাবমেরিন ইউএসএস মিশিগান।

বৃহস্পতিবার (১৫ জুন) সিউলের উত্তরপূর্বাঞ্চলে যৌথ সামরিক মহড়া চালায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। দুই দেশের সম্পর্কের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যেই এই মহড়া চালানো হয়। যাতে অংশ নেয় অন্তত আড়াই হাজার সেনা। মহড়া উপভোগ করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক ইয়ল।

এই মহড়ার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। এমনকি মহড়া শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যে পরপর দুটি স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র জাপান সাগরে পড়েছে বলে নিশ্চিত করেছে দেশটির প্রধানমন্ত্রী। পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফুমিও কিশিদা।

শুক্রবার (১৬ জুন) উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির ক্ষেপণাস্ত্র নির্মাণের সঙ্গে জড়িত দুইজনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন রাজস্ব বিভাগ। এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সিউলের বুসান বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর নির্মিত পারমাণবিক সক্ষমতাসম্পন্ন সাবমেরিন। ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার হামলা মোকাবিলার জন্যই সাবমেরিনটি দক্ষিণ কোরিয়ায় আনা হয়েছে। দেশটিতে বর্তমানে প্রায় ৩০ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন