হোম অন্যান্যলাইফস্টাইল ত্বকের বাড়তি তেল দূর করতে কার্যকর এই ৩ ঘরোয়া প্যাক

ত্বকের বাড়তি তেল দূর করতে কার্যকর এই ৩ ঘরোয়া প্যাক

কর্তৃক Editor
০ মন্তব্য 7 ভিউজ

লাইফস্টাইল ডেস্ক:
গরমে তৈলাক্ত ত্বকের বিড়ম্বনা বাড়ে। বাড়তি তেলের কারণে ধুলাবালি যেমন বেশি আকর্ষিত হয়, তেমনি বাড়ে ব্রণের প্রবণতাও। ব্রণ প্রবণ ও তৈলাক্ত ত্বকের জন্য ঘরে তৈরি কয়েকটি ফেস প্যাক ব্যবহার করতে পারেন। এগুলো ত্বকের বাড়তি তেল টেনে নেবে ও ত্বক রাখবে উজ্জ্বল ও সুন্দর। জেনে নিন কোন কোন প্যাক তৈলাক্ত ত্বকে ব্যবহার করবেন।

১। টমেটো ও অ্যালোভেরা
টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপিন থাকে যা ত্বককে সূর্যের রশ্মির ক্ষতি থেকে রক্ষা করে। অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ-বিরোধী উপাদানে পরিপূর্ণ টমেটো ত্বককে নমনীয় এবং মসৃণ রাখে। অন্যদিকে অ্যালোভেরা কোলাজেন উৎপাদনকে উদ্দীপিত করে এবং স্থিতিস্থাপকতা এবং দীপ্তি বাড়ায়। এটি ত্বককে শীতল করে এবং দাগ, জ্বালা ও লালভাব কমাতে কাজ করে।

২ টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং ৩ টেবিল চামচ টমেটোর রস ভালো করে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখ ধোয়ার পর এই প্যাক লাগান এবং ৩০ মিনিট অপেক্ষা করুন। ঠান্ডা পানি দিয়ে বৃত্তাকার গতিতে আলতো করে ঘষে ত্বক ধুয়ে ফেলুন।

২। শসা এবং ওটমিল
ব্রণ প্রবণ ত্বকের জন্য দারুণ এই প্যাক। শসা শীতলকারী হিসেবে অসাধারণভাবে কাজ করে এবং ত্বকের ফোলাভাব কমাতে এবং দাগ সারাতে সাহায্য করে। অন্যদিকে ওটমিল প্রদাহ কমাতে কাজ করে এবং ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলোকে তাৎক্ষণিকভাবে মেরে ফেলে।

খোসা ছাড়ানো একটি শসা, ২ টেবিল চামচ ওটমিল এবং ১ চা চামচ মধু গ্রাইন্ডারে পিষে পেস্ট বানিয়ে নিন। মুখ ধুয়ে এরপর এই পেস্ট লাগান। ৩০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩। মধু ও দই
ব্যাকটেরিয়ার সংক্রমণ ব্রণের অন্যতম প্রধান কারণ। মধু এবং টক দই ব্রণ দূর করতে সাহায্য করতে পারে। মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে এবং প্রদাহ প্রতিরোধ করে এটি। দই একটি প্রোবায়োটিক যা ত্বককে সুস্থ রাখে। এতে আলফা-হাইড্রোক্সি অ্যাসিড থাকে যা মৃত কোষ দূর করে এবং কোলাজেন উৎপাদনকে উদ্দীপিত করে। এই প্যাক ত্বকে ব্যাকটেরিয়া প্রবেশ করতে বাধা দেয়, যার ফলে সংক্রমণের ঝুঁকি কম হয়।

আধা কাপ কাপ টক দই এবং ২ টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। শুকানোর পর এই ময়েশ্চারাইজারটি মুখে লাগান এবং ৩০ মিনিটের জন্য রাখুন। মাস্কটি অপসারণ করতে এবং আপনার ত্বককে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করতে ঠান্ডা পানি ব্যবহার করুন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন