আন্তর্জাতিক ডেস্ক:
ইউনেস্কো থেকে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া অগ্রহণযোগ্য বলে বিশ্বাস করে চীন। বুধবার (২৩ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এ কথা জানিয়েছেন।
নিয়মিত এক ব্রিফিংয়ে জিয়াকুন জোর দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র তৃতীয়বারের মতো ইউনেস্কো থেকে বেরিয়ে যাচ্ছে এবং তাদের সদস্যপদ ফিও উল্লেখযোগ্য পরিমাণে পরিশোধ করা হয়নি – এটি কোনো দায়িত্বশীল বৃহৎ শক্তির আচরণ নয়।’
চীনা কূটনীতিক উল্লেখ করেন, বেইজিং সর্বদা ইউনেস্কোর কার্যক্রমকে সমর্থন করে আসছে। জাতিসংঘের ৮০তম বার্ষিকীতে বিশ্ব সম্প্রদায়কে ‘বহুপাক্ষিকতার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে হবে এবং আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে ব্যবস্থাকে সত্যিকার অর্থে সমর্থন করতে হবে।’
জিয়াকুন জোর দিয়ে বলেন, ‘ইউনেস্কোর লক্ষ্য হলো শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতিতে বিশ্বব্যাপী সহযোগিতা সহজতর করা – সভ্যতার মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সম্প্রীতি বৃদ্ধি করা, পৃথিবীতে শান্তি রক্ষা করা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে উৎসাহিত করা।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি যুক্তি দিয়েছেন, সংস্থাটি এমন উদ্যোগগুলোকে সমর্থন করে, যা মার্কিন স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ রয়েছে।