আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনে অভিযানের জেরে রাশিয়ার তিনটি রাষ্ট্রীয় মালিকানাধীন টিভির সম্প্রচার নিষিদ্ধ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। খবর রয়টার্সের।
সম্প্রচারমাধ্যমগুলোর কোনো কন্টেন্টই প্রচারের অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছে ইইউ। এদিকে জাপানের প্রধানমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জেরে মস্কোর ওপর থেমে নেই নিষেধাজ্ঞার খড়্গ। রাশিয়ার আরও তিনটি রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি নিষিদ্ধ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের ইইউ আইনপ্রণেতাদের জানান, ইউরোপীয় ইউনিয়নে এই তিন সম্প্রচারমাধ্যমের কোনো কন্টেন্ট প্রচারের অনুমোদন দেয়া হবে না। এমনকি কেবল, স্যাটেলাইট, ইন্টারনেট বা স্মার্টফোনের মাধ্যমেও দেখানোর অনুমতি নয়।
টিভি চ্যানেলগুলোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিথ্যা এবং অপপ্রচারকেই ফলাও করে প্রচার করা হয় বলে অভিযোগ করেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট।
তবে কোন্ তিনটি সম্প্রচারমাধ্যম নিষেধাজ্ঞার তালিকায় থাকছে তা এখনো নিশ্চিত নয়। তবে ইইউ’র কর্মকর্তারা বলছেন, তিনটি সম্প্রচারমাধ্যম হচ্ছে, আরটিআর প্ল্যানেটা, রাশিয়া টুয়েন্টি ফোর ও টিভি সেন্টার। এর আগে গত মার্চে রাশিয়ার আরটি এবং স্পুৎনিকও ইইউ দেশগুলোতে নিষিদ্ধ করা হয়েছিল।
এদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাসহ ৬৩ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হয়। এ তালিকায় রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদাসহ পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি এবং প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি। এ ছাড়া রয়েছেন জাপানি কর্মকর্তা, সাংবাদিক এবং অধ্যাপকও। নিষেধাজ্ঞার কবলে পড়া এই ব্যক্তিদের অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে ইউক্রেনে হামলার জেরে রাশিয়া থেকে কয়লা আমদানি নিষিদ্ধ করে জাপান। এমনকি রাশিয়ার ৮ কূটনীতিককেও বহিষ্কার করে টোকিও।