স্পোর্টস ডেস্ক:
বাকি দলগুলো যখন বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছিল তখনও বাংলাদেশ দল নিয়ে তর্ক-বিতর্কেই আটকে ছিল। তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করাতেই এই আলোচনা-সমালোচনার শুরু। তবে সে সব পেছনে ফেলে ভারতে বিশ্বকাপ মিশন শুরু করেছে সাকিব আল হাসানের দল। এরই মধ্যে প্রস্তুতি ম্যাচে দাপটের সঙ্গে হারিয়েছে শ্রীলঙ্কাকে। সাকিবের নেতৃত্বে বিশ্বকাপে টাইগাররা ভালো করবে বলে বিশ্বাস সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার। বিশ্বকাপ দল নিয়ে নিজের মতামত জানিয়েছেন তিনি।
বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে সবচেয়ে বড় বিতর্ক তামিম ইকবালকে স্কোয়াডে না রাখা। মাত্র দুজন স্পেশালিস্ট ওপেনার দলে নিলেও ১৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন তামিমকে আনফিট দাবি করে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় দলে এসেছেন মাত্র ৫ ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।
তামিম ইকবাল নিজেই জানিয়েছিলেন, টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা মেনে নিতে না পারায় নিজে থেকেই ম্যানেজমেন্টকে স্কোয়াড থেকে বাদ দিতে অনুরোধ করেছিলেন তিনি। বিশ্বকাপ দল নিয়ে সে সময় বিসিবির সঙ্গে বৈঠক হয়েছিল মাশরাফীরও।
তবে সে সব পাশ কাটিয়ে বিশ্বকাপ নিয়েই এখন ভাবতে বলছেন ম্যাশ। রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় তিনি বিশ্বকাপ দল নিয়ে কথা বলেন। এ সময় তিনি দল নিয়ে বিশদ বিশ্লেষণ করেন।
মাশরাফী দলকে ছয় ভাগে ভাগ করে প্রত্যেক ভাগের শক্তিমত্তা ও দুর্বলতা আলোচনা করেন। মাশরাফি বলেন, ‘যে ১৫ জন গিয়েছে তাদের নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে অন্য আলোচনাগুলো যখন সামনে এসেছে তখন এই আলোচনা থেকে দূরে থেকেছি। এই দলটাকে নিয়ে অ্যানালাইসিস করতে চাই তাহলে ছয় ভাগে ভাগ করতে হবে। টপ অর্ডার, মিডল অর্ডার, লেট মিডল অর্ডার, স্পিন বিভাগ, পেস বিভাগ এবং ফিল্ডিং।’
টপ অর্ডার নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে মাশরাফী জানান, ওপেনার হিসেবে লিটনের নামাটা নিশ্চিত। তবে তার সঙ্গী হইসে কাকে খেলানো হবে সেটা অনেকটাই কন্ডিশন ও প্রতিপক্ষের ওপর নির্ভর করবে। লিটনকে অনেক বড় দায়িত্ব পালন করতে হবে বলেও মনে করেন তিনি।
মাশরাফী বলেন, ‘টপ অর্ডার নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি এই দলে দুজন বিশেষজ্ঞ ওপেনার গিয়েছে- লিটন ও তানজিদ। আমার কাছে মনে হয় এই দুজনেই ওপেনিং করবে আর মেকশিফট ওপেনার হিসেবে খেলবে মিরাজ এবং তিন নম্বরে শান্ত। এই যে টপ অর্ডার আমরা দেখতে পাচ্ছি সেখানে লিটনকে নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। লিটন এমন টাইপের ক্রিকেটার যে কিনা খেলা অনেকদূর এগিয়ে দিয়ে আসতে পারবে।’
তামিম ইকবালের বিশ্বকাপ খেলা এক প্রকার নিশ্চিত থাকায় লিটন-তামিম জুটি নিয়েই বেশি আলোচনা ছিল। তৃতীয় বা ব্যাকআপ ওপেনার কে হবে সেটিই দেখার ছিল। সেখানে মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয় কিংবা জাকির হাসানও ছিলেন বিবেচনায়। কিন্তু সবাইকে অবাক করে বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে মাত্র দুজন স্পেশালিস্ট ওপেনার, যার একজন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী তানজিদ তামিম। বাকিদের পেছনে ফেলে তাকে দলে নেওয়ার কারণও জানিয়েছেন মাশরাফী।
তিনি বলেন, ‘তানজিদের যে ব্যাপারটা- সে শট খেলতে পছন্দ করে। এজন্যই বোধহয় ম্যানেজমেন্ট অন্য অপশনগুলোর চেয়ে তাকে প্রাধান্য দিয়েছে।’