আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন সরকারে পরামর্শকের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন ধনকুবের ইলন মাস্ক। বুধবার (২ এপ্রিল) দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তির কাছে এ কথা বলেছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য পলিটিকো এ খবর জানিয়েছে।
বিষয়টি নিয়ে অবগত তিন ব্যক্তির বরাতে পলিটিকো জানিয়েছে, সরকারি দায়িত্ব ছেড়ে ব্যবসা পরিচালনায় ফিরে যাওয়া দরকার মাস্কের। এ বিষয়ে প্রেসিডেন্টও তার সঙ্গে একমত হয়েছেন।
তবে ঠিক কবে নাগাদ দায়িত্ব ছাড়তে পারেন টেসলা ও স্পেস এক্স মালিক, সেটা জানায়নি পলিটিকো।
হোয়াইট হাউজে প্রত্যাবর্তনের পর সরকারি সক্ষমতা বিভাগ (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডোজে) প্রতিষ্ঠা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সংস্থাটি পরিচালনার দায়িত্ব দেন ইলন মাস্ককে। ডোজে নির্বাহী ক্ষমতাসম্পন্ন সরকারি প্রতিষ্ঠান নয়। বরং এটি একটি পরামর্শক প্রতিষ্ঠান যা ট্রাম্প নিজের ক্ষমতাবলে স্থাপন করেছেন। মার্কিন সরকারের ওপর আর্থিক চাপ কমাতে কাজ করছিল মাস্কের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি। ডোজের পরামর্শেই হাজার হাজার মানুষের চাকুরিচ্যূতি, বিভিন্ন সরকারি প্রকল্পে তহবিল স্থগিতের মতো সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেছেন, দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও মাস্ক সম্ভবত প্রেসিডেন্টের অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে কাজ করবেন। ফলে মাঝেমধ্যে তাকে হোয়াইট হাউজে দেখা যেতে পারে।
এই প্রতিবেদনের বিষয়ে বক্তব্য জানতে হোয়াইট হাউজ, ডোজে বা মাস্কের কোনও প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সাড়া পায়নি পলিটিকো।