হোম Uncategorized ঝুঁকিতে খুলনা, শঙ্কামুক্ত মেহেরপুর খুলনা বিভাগে করোনা রোগী প্রায় সাড়ে ৫ হাজার

ঝুঁকিতে খুলনা, শঙ্কামুক্ত মেহেরপুর খুলনা বিভাগে করোনা রোগী প্রায় সাড়ে ৫ হাজার

কর্তৃক
০ মন্তব্য 84 ভিউজ

 খুলনা অফিস :
খুলনা বিভাগে করোনা রোগীর সংখ্যা প্রায় সাড়ে ৫ হাজারে পৌঁছে গেছে। এরমধ্যে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে খুলনা জেলা। গতকাল শনিবার পর্যন্ত এ জেলায় করোনার রোগীর সংখ্যা দাড়ায় ২ হাজার ৩৬৪জন। পাশাপাশি শঙ্কামুক্ত অবস্থায় রয়েছে মেহেরপুর জেলা। যেখানে এখন অবধি করোনা রোগী ৯২জন। বিভাগে করোনা রোগীর মৃত্যুর সংখ্যা ৮৬জন। যা আক্রান্ত ৫ হাজার ২৪০ জনের শতকরা হিসেবে ১.৬৪ ভাগ। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর গতকাল শনিবার এই তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, খুলনা বিভাগের ১০টি জেলার মধ্যে সবথেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে খুলনা জেলা। কারণ খুলনা জেলায় জনবসতি বেশি। এছাড়া কর্মক্ষম লোকের আনাগোনাও অনেক। অনুসন্ধানে জানা গেছে, সরকারীভাবে লকডাউন বা রেড জোন ঘোষণা করা হলেও খুলনা জেলার বাসিন্দারা এ বিষয়ে গুরুত্ব দেয় কম। যার ফলে দিনে দিনে খুলনায় করোনা রোগী বাড়ছে। এছাড়া গত ঈদুল ফিতরের ছুটির পর থেকেই খুলনায় করোনা রোগী বেড়েছে বলে স্বীকার করেছেন খুলনা জেলা প্রশাসক। অপরদিকে মেহেরপুর জেলা মাত্র দুইটি উপজেলা নিয়ে গঠিত। সেখানে জনসংখ্যাও তুলনামূলক কম। স্থানীয় প্রশাসন করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্বের বিষয়ে সেখানে খুব শক্ত অবস্থানে থাকায় শুরু থেকেই জেলাটিতে করোনা রোগীর সংখ্যা বিভাগের অন্যান্য জেলা গুলোর তুলনায় কম।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রটি আরও জানায়, চলতি বছরের ১০ মার্চ থেকে ৪জুলাই পর্যন্ত খুলনা বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ২৪০জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৭৭ এবং সুস্থ রোগীর সংখ্যা ১ হাজার ৫৮৩জন। আক্রান্ত রোগীদের মধ্যে খুলনা জেলায় রোগীর সংখ্যা ২ হাজার ৩৬৪জন, যশোর জেলায় ৭৪৮জন, কুষ্টিয়া জেলায় ৭০৮, ঝিনাইদহ জেলায় ২৬৪, নড়াইল জেলায় ২৫৭, চুয়াডাঙ্গা জেলায় ২৩৯, বাগেরহাট জেলায় ২০০, সাতক্ষীরা জেলায় ১৯৯, মাগুরা জেলায় ১৬৯ এবং মেহেরপুর জেলায় মাত্র ৯২জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল মুরশিদ বলেন, খুলনা জেলায় সবথেকে বেশি করোনা রোগী হওয়ার কারণ হল এখানে জনবসতি বেশি। নিয়ন্ত্রণ বা সামাজিক দূরত্ব কম। অথচ মেহেরপুর জেলায় প্রথম থেকেই সামাজিক দূরত্বের বিষয়ে কঠোর অবস্থানে থাকায় পজেটিভ রোগী কম পাওয়া যাচ্ছে।
খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ জানান, খুলনা জেলায় এখনই লকডাউন সহ প্রয়োজনে কার্ফু দিতে হবে। তা না হলে অবস্থা আরও খারাপের দিকে যাবে।
খুলনা জেলা করোনা ভাইরাস সংক্রমণ রোধে গঠিত কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, ঈদের পর থেকে ঢাকা এবং নারায়ণগঞ্জের লোকজন সহ অন্যান্য জেলা থেকে খুলনায় মানুষ প্রবেশ করায় পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন