ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে শাহিন হোসেন নামের এক লেদ মিস্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের একটি কলা বাগান থেকে তার মরদহে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে কলাবাগানে শাহীনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত শাহীন বালিয়াডাঙ্গা বাজার এলাকায় একটি লেদ মেশিন বসিয়ে কাজ করতো। গতকাল রাতে কাজ শেষে আর বাড়িতে ফেরেনি। সকালে খোঁজাখুজির এক পর্যায়ে তার লাশের সন্ধান পাওয়া যায়। তাকে শ্বাসরোধ করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে কি কারনে বা কারা তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।