হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহের কালীগঞ্জে বারবাজারে সড়ক দূঘটনায় নিহত ১১ জনের লাশ হস্তান্তর

ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে আহতদের মধ্যে যশোর সদর হাসপাতালে আরও একজন মারা গেছেন। তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে। তাদের লাশ কালীগঞ্জ হাসপাতাল থেকে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছেন ।

হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে যশোর থেকে ছেড়ে আসা মাগুরা গামী জে কে ট্রাভেলস পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঝিনাইদহের বারোবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়।

এ সময়, বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান নারী ও শিশুসহ বাসের ৯ যাত্রী। হাসপাতালে মারা যান আরো ২ জন।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, আজ ভোর রাতের দিকে দুর্ঘটনায় নিহত ১১ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন