রাজনীতি ডেস্ক:
সাধারণত ক্ষমতা কিংবা ক্ষমতাসীনদের ছত্রছায়ায় গড়ে ওঠা দলকেই কিংস পার্টি হিসেবে আখ্যা দেয়া হয়। এবারও ভোটের আগে মাথাচাড়া দেয়া বেশ কিছু দল আর জোটকে কিংস পার্টির খেতাব দিচ্ছেন কেউ কেউ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকটি কথিত কিংস পার্টি অংশ নিয়েছে। জাতীয় পার্টি বা ১৪ দলের শরিক দলগুলো কিছু আসনে ছাড় পেলেও তেমন সুবিধা করতে পারেনি জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপির মতো কথিত ‘কিংস পার্টি’র সদস্যরা।
সিলেট-৬
সিলেট-৬ আসন থেকে তৃণমূল বিএনপির হয়ে এবারের নির্বাচনে লড়াই করছেন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ের পররাষ্ট্রসচিবের দায়িত্বে থাকা সমশের মবিন চৌধুরী।
২০১৫ সালে বিএনপি থেকে সড়ে দাঁড়ান মবিন চৌধুরী। পরে ২০১৮ সালে বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। গত বছর ১৯ সেপ্টেম্বর তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে চেয়ারপারসন মনোনীত হন সমশের মবিন চৌধুরী। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি নুরুল ইসলাম নাহিদ।
নারায়ণগঞ্জ-১
আলোচনায় বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও বর্তমানে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। ২০২২ সালে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে স্বতন্ত্র হিসেবে অংশ নেয়ায় বিএনপি থেকে বহিষ্কার করা হয় তাকে।
নারায়ণগঞ্জ-১ আসন থেকে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে নির্বাচন করছেন তৈমুর আলম খন্দকার। প্রচারণার মাঠে শুরু থেকেই বেশ সক্রিয় তিনি। এ আসনে নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে তৈমুরের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।
ফেনী-৩
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন আহমেদ তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে লড়ছেন।
কক্সবাজার-১
পুরানো দল হলেও এবার নির্বাচনে বিএনপির দীর্ঘদিনের সঙ্গী কল্যাণ পার্টি হঠাৎই দলছুট হয়ে নির্বাচনে আসার ঘোষণা দেয়। তাই এবার কথিত কিংস পার্টির তকমা লাগে কল্যাণ পার্টির গায়েও। দলের প্রধান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম দ্বাদশ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও যুক্তফ্রন্টের ব্যানারে নির্বাচনে অংশ নেয়ায় ইবরাহিমকে নিজ দল কল্যাণ পার্টি থেকেই বহিষ্কার করা হয়।
কক্সবাজার-১ আসনে নৌকার কোনো প্রার্থী না থাকলেও ঈগল প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন সাবেক সংসদ সদস্য জাফর আলম।
ফরিদপুর-১
শাহ মোহাম্মদ আবু জাফর প্রথমে আওয়ামী লীগ, এরপর যথাক্রমে জাতীয় পার্টি, বিএনপির হয়ে থিতু হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমে। ফরিদপুর-১ আসনে নতুন এই দলের হয়ে লড়ছেন তিনি।
নৌকার প্রার্থী আব্দুর রহমানসহ চারজনের বিপরীতে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহ মোহাম্মদ আবু জাফর।
ঢাকা-১০
অন্যদিকে ঢাকা-১০ আসন থেকে চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে নির্বাচনে দাঁড়িয়েছেন বিএনএফ প্রার্থী বাহারানে সুলতান বাহার, যিনি ভাড়াটিয়া পরিষদের সভাপতি। ২০২১ সালে করোনায় লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত দোকান ও কাজকর্ম হারিয়ে ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়াদের এক মাসের দোকান ভাড়া ও বাড়িভাড়া মওকুফে সরকার ও বাড়িওয়ালাদের প্রতি আহ্বান জানিয়ে আলোচনায় আসেন তিনি।
উল্লেখ্য, রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হবে ভোটগ্রহণ, শেষ হবে বিকেল ৪টায়। প্রায় ১২ কোটি ভোটার দেশের পরবর্তী শাসক নির্বাচন করবেন। বিএনপি ও সমমনাদের বর্জনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হচ্ছে। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি দল। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন আর স্বতন্ত্র ৪৩৬ জন।