হোম খুলনাসাতক্ষীরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাতক্ষীরা অধিপরামর্শ ফোরামের সভায় গুরুত্বারোপ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাতক্ষীরা অধিপরামর্শ ফোরামের সভায় গুরুত্বারোপ

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:
১৭ ফেব্রুয়ারি ২০২৫ রোজ সোমবার সকাল ১১.০০ টায় স্বদেশ সভাকক্ষ, কাটিয়া, সাতক্ষীরাতে, বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, স্থানীয় অভিযোজন কৌশল, দুর্যোগ সহনশীলতা এবং টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি প্রফেসর মোঃ আব্দুল হামিদ। সভায় আরো উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত , আবুল কালাম আজাদ, শেখ আফজাল হোসেন, জোৎস্না দত্ত, একোব্বর হোসেন, আমিনা বিলকিস ময়না, নিত্যানন্দ সরকার সহ আরো অনেকে। তারা জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, লবণাক্ততার বৃদ্ধি, নদীভাঙন ও কৃষিতে নেতিবাচক প্রভাবের বিষয়গুলো তুলে ধরেন। ফোরামের আলোচনায় জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ, ক্ষুদ্র কৃষকদের সহায়তা, বনায়ন বৃদ্ধি, সুপেয় পানির সংকট নিরসন এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, “সাতক্ষীরা বাংলাদেশের সবচেয়ে জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ জেলা। তাই স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে দীর্ঘমেয়াদী অভিযোজন পরিকল্পনা গ্রহণ করতে হবে।” তারা আরও উল্লেখ করেন যে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পেতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করা প্রয়োজন।

অংশগ্রহণকারীরা সরকারের জলবায়ু তহবিলের কার্যকর ব্যবহার, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর সুপারিশ করেন।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, জলবায়ু অভিযোজন ও প্রশমন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার জন্য নিয়মিত সমন্বয় সভা আয়োজন করা হবে এবং সাতক্ষীরার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এছাড়া ও সভায় জলবায়ু পরিবর্তন রোধকল্পে আগামী ৬ মাসের জন্য কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় আলোচিত পরিকল্পনাসমূহ উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন