কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে চট্রগ্রাম – ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ভৈরব রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয় রাত পৌনে ৯ টায়। ৬ বছরের শিশুকে নিয়ে ট্রেনের যাত্রী হয় এক নারী। ৪ মিনিট পর ট্রেনটি ছেড়ে দিলে সন্তান নিয়ে ভীড় ঠেলে কামড়ার ভেতরে পৌঁছাতে গেলে ব্যাগ ধরে টান দেয় এক ছিনতাইকারী।
তখন চলন্ত ট্রেন থেকে ছিটকে লাইনের পাশে পড়ে যায় ওই নারী। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। আর শিশুটিকে বিমানবন্দর রেলওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিমানবন্দর পুলিশকে শিশুটি জানিয়েছে তার নাম মেরাজ, বাবার নাম মিলন মিয়া, বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চান্দুপুর গ্রামে। নিজের ও বাবার নাম বলতে পারলেও শিশুটি মায়ের নাম বলতে পারেনি।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ও.সি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, আমরা খোঁজ নিয়ে জানতে পারি শিশুটি এখন বিমানবন্দর পুলিশ হেফাজতে রয়েছে। আহত নারীর নামটি এখন পর্যন্ত জানা যায়নি। পুলিশ ছিনতাইকারীকে ধরতে মাঠে নেমেছে।
s