হোম অন্যান্যলাইফস্টাইল চোখের চারপাশের কালো দাগ দূর করার উপায়

চোখের চারপাশের কালো দাগ দূর করার উপায়

কর্তৃক Editor
০ মন্তব্য 43 ভিউজ

লাইফস্টাইল ডেস্ক:

সৌন্দর্যের প্রায় অর্ধেক অংশই নির্ভর করে এই চোখের ওপর। কিন্তু চোখের নিচে কালো দাগের আনাগোনা আপনার সৌন্দর্যকে অনেকটাই মলিন করে দেয়। মুখের বা চোখের চারপাশের কালো দাগ তুলতে শসা এবং আলুর রস ঘরোয়া টোটকা হিসেবে কার্যকর অনেকেই জানেন। কিন্তু এই দুই উপকরণে কাজ না হলে, আর কী মাখতে পারেন?

ঠান্ডা টি-ব্যাগ: সারা দিন পরিশ্রমের পর চোখেরও বিশ্রামের প্রয়োজন হয়। ত্বকের চর্চার সময় ফ্রিজে রাখা ঠান্ডা গ্রিন টি-ব্যাগ দুই চোখে দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। হালকা গরম পানিতে তা ডুবিয়ে প্রথমে চা বানিয়ে নিন। সেই টি-ব্যাগ ফ্রিজে ভরে রাখুন। তারপর তা ব্যবহার করুন। গ্রিন টিতে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। এতে থাকা ক্যাফিন এবং অ্যান্টিঅক্সিড্যান্ট কালচে ভাব দূর করতে সাহায্য করবে।

আমন্ড অয়েল এবং ভিটামিন ই: আমন্ড অয়েল বা কাঠবাদামের তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলে থাকা তরল মিশিয়ে তা চোখের চারপাশে ব্যবহার করতে পারেন। হালকা মালিশে রক্তসঞ্চালন ভালো হবে। তেল এবং ভিটামিন ই-এর গুণে বলিরেখা দূর হবে, কালচে ছোপ নির্মূল হবে। নিয়মিত মাসখানেক ব্যবহার করলেই তফাত বুঝতে পারবেন।

টমেটো এবং লেবুর রস: রোদের তাপে কালো হয়ে যাওয়া ত্বকে উজ্জ্বলতা ফেরাতে টমেটো বিশেষ কার্যকর। চোখের তলার কালি দূর করতেও টমেটোর রস মাখা যায়। এর সঙ্গে মিশাতে পারেন লেবুর রস। টমেটোয় রয়েছে ভিটামিন এ, সি, কে, ফোলেট। টমেটো এবং লেবুর রস সম পরিমাণে মিশিয়ে চোখের চারপাশে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু-তিন দিন তা ব্যবহার করতে পারেন।

চোখের চারপাশে কালো দাগের নানা কারণ হতে পারে। ঘুমের অভাব, ক্লান্তি, দুশ্চিন্তা, উদ্বেগ, কোনও শারীরিক সমস্যা নেপথ্যে থাকতে পারে। প্রথমেই দেখা প্রয়োজন, কারণটা কি? তবে যদি ঘরোয়া উপায়ে সমাধান না হয় ত্বকের চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। আধুনিক নানা ধরনের চিকিৎসা রয়েছে ডার্ক সার্কেল বা চোখের চারপাশের কালো দাগ তোলার জন্য।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন