হোম রাজনীতি চূড়ান্ত ৩১ প্রার্থী: কুষ্টিয়ায় মুখোমুখি নৌকা ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা

রাজনীতি ডেস্ক:

কুষ্টিয়ার ৪ আসন থেকে মাত্র ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহার করে নেয়াদের মধ্যে আওয়ামী লীগের কোন স্বতন্ত্র প্রার্থী নেই। যার ফলে নৌকা প্রতীক এবং আওয়ামী লীগের দলীয় স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী প্রত্যাহারের শেষ দিন রোববার (১৭ ডিসেম্বর) ছয় প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।

এই ঘোষণা অনুযায়ীই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছিল ৩০ নভেম্বর।

কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, গত ৩০ ডিসেম্বর পর্যন্ত কুষ্টিয়া ৪ সংসদীয় আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ৪৬ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেন।

এদিকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা প্রার্থী এবং তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে দাখিল করা মনোনয়ন ফরম যাচাই বাছাই শেষে প্রার্থিতা বাতিল হাওয়ার কারণসহ বৈধ প্রার্থিতা ঘোষণা করেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা’র ঘোষণা অনুযায়ী কুষ্টিয়ার ৪ সংসদীয় আসনে ১৭ জনের প্রার্থিতা বাতিল করা হয়। যার ফলে ঐ সময়ে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২৯ জনে। পরবর্তীতে ৬ ডিসেম্বর থেকে মনোনয়ন আপিল ও ১৫ ডিসেম্বর পর্যন্ত নিষ্পত্তি শেষে কুষ্টিয়ার ৪ সংসদীয় আসনে বাংলাদেশ নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে ৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেলে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৭ জনে।

এদিকে গতকাল ১৭ ডিসেম্বর কুষ্টিয়ার ৪ সংসদীয় আসন থেকে ৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ৪ সংসদীয় আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। যার মধ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর, সংসদীয় আসন-৭৫) আসনে ১০ জন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর, সংসদীয় আসন-৭৬) আসনে ৮ জন, কুষ্টিয়া-৩ (সদর, সংসদীয় আসন-৭৭) আসনে ৫ জন এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা, সংসদীয় আসন-৭৮) আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন: কুষ্টিয়া-১ (দৌলতপুর, সংসদীয় আসন-৭৫) আসন থেকে জাকের পার্টির মো. আসাদুজ্জামান উৎফল, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর সংসদীয় আসন-৭৬) আসন থেকে বাংলাদেশ সাম্যবাদী দলের মো. আনোয়ার হোসেন বাবলু, জাকের পার্টির রওশন আলী, স্বতন্ত্র প্রার্থী মো. শরিফুজ্জামান এবং কুষ্টিয়া-৩ (সদর, সংসদীয় আসন-৭৭) আসন থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মো. গোলাম মহসিন, জাকের পার্টির মীর আবু আশরাফ শাহিনুর আজাদ।

কুষ্টিয়া-১ (দৌলতপুর, সংসদীয় আসন-৭৫) আসন থেকে ১০ জন প্রার্থী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হলেন: আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা (বাংলাদেশ আওয়ামীলীগ), মো. ফিরোজ আল মামুন (স্বতন্ত্র প্রার্থী), মো. মজিবুর রহমান (বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি), মো. আনিছুর রহমান (তৃণমুল বিএনপি), মো. নাজমুল হুদা (স্বতন্ত্র প্রার্থী), মো. রেজাউল হক চৌধুরী (স্বতন্ত্র প্রার্থী), মো. শাহরিয়ার জামিল (জাতীয় পার্টি), মো. সাজেদুল ইসলাম (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), মো. সেলিম রেজা (বাংলাদেশ কংগ্রেস), শরিফুল কবির স্বপন (জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ)।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামার, সংসদীয় অসন-৭৬) আসন থেকে ৮ জন প্রার্থী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হলেন: আরিফুর রহমান (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন), ডা. ইফতেখার মাহমুদ (স্বতন্ত্র প্রার্থী), মো. শহীদুল ইসলাম ফারুকী (জাতীয় পার্টি), মো কামারুল আরেফিন (স্বতন্ত্র), মো. বাবুল আক্তার (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. রুবেল পারভেজ (স্বতন্ত্র প্রার্থী), সরদার মো. মুসতানজিদ (স্বতন্ত্র প্রার্থী) এবং হাসানুল হক ইনু (জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ)।

কুষ্টিয়া-৩ (সদর, সংসদীয় আসন-৭৭) আসন থেকে ৫ জন প্রার্থী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হলেন: কে এম জহুরুল ইসলাম (বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট-বিএনএফ), মেহেদী হাসান রিজভী (বাংলাদেশ তরিকত ফেডারেশন), মো. পারভেজ আনোয়ার তনু (স্বতন্ত্র প্রার্থী), মো. ফরিদ উদ্দিন শেখ (ন্যাশনাল পিপলস পার্টি) এবং মো. মাহবুবউল আলম হানিফ (বাংলাদেশ আওয়ামী লীগ)।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা, সংসদীয় অসন-৭৮) আসন থেকে ৮ জন প্রার্থী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হলেন: আবদুর রউফ (স্বতন্ত্র), আবু সামছ মো. খালেকুজ্জামান (তৃণমূল বিএনপি), মো. আলতাফ হোসেন (তরিকত ফেডারেশন), মো. আয়েন উদ্দিন (জাতীয় পার্টি), মো. রাশেদুল ইসলাম (বাংলাদেশ কংগ্রেস), মো. শহিদুল ইসলাম (ন্যাশনাল পিপলস পার্টি), মো. হারুনার রশিদ (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ) এবং সেলিম আলতাফ জর্জ (বাংলাদেশ আওয়ামী লীগ)।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার (১৮ ডিসেম্বর) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং আগামী ৭ জানুয়ারী ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন