দেবহাটা প্রতিনিধি :
নিখোঁজ হওয়ার কিশোরীকে ৪ ঘন্টার ব্যাবধানে ঝিনাইদহ সদর থানা এলাকা থেকে উদ্ধার করেছে দেবহাটা থানা পুলিশ। নিখোঁজ কিশোরী উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের আবুল হোসেনের মেয়ে সুমা পারভীন (১৮)।
পারিবারিক সূত্রে জানা যায়, ঐ কিশোরী তার মায়ের সাথে রাগ অভিমান করে গত ১৩ এপ্রিল বাড়ি বিকাল ৫টার দিকে কাউকে কিছু না বলে চলে যায়। পরে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির তাকে না পেয়ে দেবহাটা থানায় ৪৭২ নং একটি সাধারণ ডায়েরি করে। বিষয়টি নিয়ে জরুরী ভিত্তিতে অভিযানে নামে পুলিশ।
পরে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিনুজ্জামন, এএসআই শামীম হোসেন ঝিনাইদহ সদর থানার সহযোগীতায় নিখোঁজ ভিকটিমকে উদ্ধার করে। এদিকে, উদ্ধার পরবর্তী উক্ত কিশোরীকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।