জাতীয় ডেস্ক:
ভোলার বিসিক শিল্পনগরী গ্যাস সংযোগ লাইন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
তিনি বলেন, ‘ক্ষদ্র শিল্পই আমাদের অর্থনীতির লাইফ লাইন রক্ষা করেছে। ক্ষুদ্র উদ্যোক্তারা বাজার চলমান রেখেছে। তাদের সব সুবিধার বিষয়ে আমরা সচেষ্ট। গ্যাস সংযোগ পেলে ভোলা বিসিকের উদ্যোক্তারা পূর্ণোদ্যমে শুরু করতে পারবে। কর্মসংস্থান সৃষ্টি আমাদের মূল উদ্দেশ্য। পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে অবদান রাখতে পারবে।’
শিল্প প্রতিষ্ঠানের জন্য ভোলাকে অত্যন্ত সম্ভাবনার জেলা উল্লেখ করে মন্ত্রী বলেন, চট্টগ্রামের পর ভোলা বিজনেস হাব হতে পারে।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে বিসিক শিল্পনগরীর গ্যাস সংযোগ লাইনের কাজ উদ্বোধনের পর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৯২ সালে ভোলা শহরতলীর চরনোয়াবাদে সাড়ে ১৪ একর জমির ভোলা বিসিক শিল্পনগরীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। গত ৩২ বছরেও পুরোপুরি চালু হয়নি বিসিক শিল্প নগরীটি। এখানকার ৯৩টি প্লটের মধ্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে ৩৪টি প্লটে কিছু কার্যক্রম চললেও বাকিগুলো অলস পড়ে আছে। গ্যাসসহ নানা সংকটের কারণে লোকসানের মুখে উদ্যোক্তারা বার বার আগ্রহ হারিয়ে ফেলায় অনেকটা মুখ থুবড়ে পড়ে এ শিল্পনগরী। কিন্তু শুক্রবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের গ্যাস সংযোগ কাজের উদ্বোধনের পর হতাশা কাটিয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন বলে জানান বিসিকের উদ্যোক্তা খান জামাল হোসেন, সিহাব উদ্দিনসহ অন্য ব্যবসায়ীরা।
সভায় ভোলার বেকার মানুষের কর্মসংস্থানের জন্য শিল্প কারখানা স্থাপনের দাবি জানান ভোলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মনি টুলু। গ্যাসভিত্তিক শিল্পকারখানাগুলো জাতীয় উন্নয়নের অবদান রাখতে পারবে বলে আশা করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিসিকের উন্নয়ন ও সম্প্রসারণের পাশাপাশি উদ্যোক্তাদের প্রণোদনার আওতায় আনার আশ্বাস দিলে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।
সভায় বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব এস এম আলম, সুন্দরবন গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক উত্তর কুমার সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, বিসিক পরিচালক মো. আবদুল মতিন, জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। স্বাগত রক্তব্য রাখেন বিসিকের মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার।