হোম অন্যান্যসারাদেশ ’ঘূর্ণিঝড় আম্পানে’ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে কলারোয়া পৌরসভার উদ্যোগে ডেউটিন ও আর্থিক সহায়তা প্রদান

’ঘূর্ণিঝড় আম্পানে’ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে কলারোয়া পৌরসভার উদ্যোগে ডেউটিন ও আর্থিক সহায়তা প্রদান

কর্তৃক
০ মন্তব্য 145 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে কলারোয়া পৌরসভার উদ্যোগে ডেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (২১জুন) বেলা ১২টার দিকে পৌরসভা কার্যালয়ে ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারে মাঝে পরিবার প্রতি একবাণ ঢেউটিন (৮পিস)সহ ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়। বিতরণে কিছুটা সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক পরিধানের মাধ্যমে অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র শেখ জামিল হোসেন। অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আকিমুদ্দীন আকি,কাউন্সিলর মফিজুল হক,কাউন্সিলর রফিকুল ইসলাম,কাউন্সিলর মেজবাহউদ্দীন নিলু, কাউন্সিলর লুৎফুনেছা লুতুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন