হোম অন্যান্যসারাদেশ ঘূর্ণিঝড় নিয়ে দুঃসংবাদ, আঘাত হানতে পারে বাংলাদেশে

অনলাইন ডেস্ক :

আগামী মাসের (মে) দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশংকা রয়েছে। এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আঘাত হানার আশংকা বেশ প্রবল। তবে আরও কিছুদিন না গেলে এই ঝড়ের ব্যাপারে নির্দিষ্ট পূর্বাভাস দেয়া সম্ভব নয় বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রাথমিক পূর্বাভাস অনুসারে মে মাসের দ্বিতীয় সপ্তাহে বিষুব রেখার কাছে সুমাত্রা সাগর বা আন্দামান সাগরে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়টি।

উত্তর/উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে ঝড়টি। তবে ঝড় কোথায় আঘাত হানবে তা এখনও স্পষ্ট নয়। সেই সময় বঙ্গোপসাগরের আবহাওয়া ঘূর্ণিঝড়টির শক্তি সঞ্চয়ের জন্য সহায়ক হবে বলে মনে করছেন অনেকে।

এর আগে মে মাসে পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হেনেছে একাধিক শক্তিশালী ঘূর্ণিঝড়। আইলা, আমফানের মতো ঝড় তছনছ করে দিয়েছে গোটা দক্ষিণবঙ্গ। সিডর, আইলা, আমফান, সিত্রাংয়ের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষ।

বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার অব কলকাতার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা বলেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতি ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূলে থাকবে। তবে ঝড়টি কবে কোথায় সৃষ্টি হবে তা এত আগে বলা সম্ভব নয়। ঝড় তৈরি হলে তখন তার গতিপথ নির্দিষ্ট করে বলা যাবে। তবে মে মাসে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা ভালো নয়। আমরা পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছি।
বঙ্গোপসাগরে যদি ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাহলে এর নাম হবে ‘মোখা’।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন