গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
“জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এই শ্লোগানে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সকল বিভাগের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সমনন্বয়ে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রদিবাদে উপজেলা প্রশাসকের আয়োজনে এক প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্টিত হয়।
আজ সকাল ১০ টায় উপজেলা প্রশাসন চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. এসএম সাইফুল্লাহ, গলাচিপা সরকারি কলেজের উপধ্যক্ষ মো. আব্দুর রশিদ, চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান রিয়াদ প্রমূখ।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি বঙ্গবন্ধু ভাস্কার্য ভাংচুর কারীদের এবং উগ্র-মৌলবাদীদের বিরুদ্ধে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা কোন অবস্থাতেই জাতির জনকের অবমাননা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবে। এছাড়া সকলকে এই উগ্র মৌলবাদিদের বিরুদ্ধে সচেতন হওয়ার দাবী জানান। প্রতিবাদ ও মানব বন্ধনে উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা ও গণমাধ্যম কর্মীরা অংশ নেয়।
s