হোম অন্যান্যসারাদেশ খুলনায় প্রথম করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি শুরু, আশার আলো দেখছেন চিকিৎসকরা

খুলনায় প্রথম করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি শুরু, আশার আলো দেখছেন চিকিৎসকরা

কর্তৃক
০ মন্তব্য 75 ভিউজ

খুলনা অফিস :
খুলনায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রথম প্লাজমা থেরাপি শুরু হয়েছে। বৃহষ্পতিবার খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীকে প্লাজমা প্রয়োগের মাধ্যমে এ চিকিৎসা শুরু হয়েছে। এরমধ্য দিয়ে খুলনায় করোনা আক্রান্তদের চিকিৎসায় আশার আলো জাগিয়েছে প্লাজমা থেরাপি।যা খুলনায় করোনা চিকিৎসায় ইতিহাস হয়ে থাকবে বলে মনে করছে চিকিৎসকরা।খুলনা মেডিকেল কলেজের ট্রান্সফিশন মেডিসিন বিভাগ ও কোভিড ডেডিকেটেড হাসপাতালের বিশেষজ্ঞদের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনস্যালট্যান্ট করোনা বিষয়ক মুখপাত্র ডা: শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, বৃহষ্পতিবার খুলনা মেডিকেল কলেজের রক্ত পরিসঞ্চালন বিভাগে(ব্লাড ব্যাংক) প্রথম করোনায় সুস্থ হওয়া রোগীর প্লাজমা সংগ্রহ করা হয়।  স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডাঃ মোঃ মঞ্জুরুল ইসলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে তার শরীরের প্লাজমা দান করেন। ডাঃ মঞ্জুরুল গত ১’এপ্রিল তারিখ করোনা আক্রান্ত হয় এবং পরবর্তীতে তিনি চিকিৎসক এর পরামর্শে সুস্থ হন। পরে পরীক্ষায় তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে।তিনি পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজের রক্ত পরিসঞ্চালন বিভাগের চিকিৎসকদের আহবানে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগী তানভীর আলম(৩১)কে প্লাজমা দিতে এগিয়ে আসেন। বৃহষ্পতিবার খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন লাইফ সাপোর্টে থাকা রোগীর শরীরে ডাঃ মঞ্জুরুলের প্লাজমা খুলনা মেডিকেল কলেজের ইথিকাল কমিটির অনুমোদন নিয়ে প্রয়োগ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন