হোম অন্যান্যসারাদেশ ক্ষুধার্তের মুখে খাবার পৌঁছেতে কোন বাধাই দমাতে পারছেনা যুবকের

ক্ষুধার্তের মুখে খাবার পৌঁছেতে কোন বাধাই দমাতে পারছেনা যুবকের

কর্তৃক
০ মন্তব্য 83 ভিউজ

জামালউদ্দীন :

মুক্তিযুদ্ধ এ প্রজন্ম দেখিনাই। তাই করোনা যুদ্ধে নিজেকে ঘরে ধরে রাখতে পারছে না জার্মান প্রবাসী কামাল বিশ্বাস এর খাদ্যসামগ্রী বিতরণের টিম লিডার। তাঁর রিতিমত অবাক করে দিয়েছে।গত ১৫ দিন যাবত পাটকেলঘাটা,তালা,সাতক্ষীরা সদর,কলারোয় উপজেলার ৩৮৭ পরিবারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণে রাত,দিন,বৃষ্টি,ঝড় কোন ভাবেই থামাতে পারছে না এ তরুণ প্রবাসী ছাত্র কে।আজ ১ পহেলা মে।বা মে দিবস।১৮৮৬ সালের এই দিনে শিকাগো শহরে শ্রমিকরা কারফিউ ভঙ্গ করে অধিকার আদায়ের জন্য বিক্ষোভ করে।

এ সময় অসহায় ক্ষুধার্ত শ্রমিকদের গুলি করে কমপক্ষে ৩৮ জন শ্রমিক কে হত্যা করে পুলিশ।বিক্ষিপ্ত শ্রমিক জনতার হামলায় ৭ পুলিশ নিহত হয়।আহত হয় পুলিশ ওশ্রমিক ৬০ জন।সেই থেকে এ দিনটা মহান মে দিবস হিসাবে পালন করা হয়।প্রতি বছর দিবসটি সরকারি -বে-সরকারী ভাবে পালিত হলেও আজ পালিত হয়েছে ত্রান তৎপরতার মধ্যে দিয়ে।

বাংলার হাজার হাজার শ্রমিক করোনায় ভয়ানক থাবায় গৃহবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছেন।ঠিক এ সময়ে সাতক্ষীরা কামালনগরে আজ বিকালের বৃষ্টি উপেক্ষা করে এক বিধবা নির্মান বা গৃহপরিচারিকা শ্রমিকের বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে হাজির মানবতার দেবদুত জার্মান প্রবাসী কামাল বিশ্বাসের টিম লিডার।

করোনা যুদ্ধুের এ অগ্রনী যোদ্ধা জানিয়েছেন, সাতক্ষীরা পৌরসভার কামালনগর গ্রামের ঐ বাড়িতে গিয়ে সত্যই নিজেকে প্রকৃত যোদ্ধা বলে মনে হয়েছে।কেননা বিধবা মহিলার স্বামী চলে গেছেন এখনো বাড়িটা কাঁচা।২ মেয়ের একজন কে স্বামী বাড়ি থেকে বিতাড়িত। এখনো পৌরসভা তাকে কোন সহায়াতা দেননি।মানুষটির ছবি প্রকাশের অনুমিত চাইলে তিনি সম্মতি দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন